মোদির চেয়েও বড় শত্রুকে আমরা পরাজিত করেছি: রাহুল গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভয়াবহ শত্রু’ হিসেবে উল্লেখ করে দেশটির বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি ও সংসদ সদস্য রাহুল গান্ধী বলেছেন, আমরা তার (মোদির) চেয়েও অনেক অনেক বড় শত্রুকে পরাজিত করেছি। সাধারণ মানুষের সমর্থন নিয়ে এই ‘শত্রু’কে পরাজিত করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৮ ফেব্রুয়ারি) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সম্প্রতি তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৬ এপ্রিল রাজ্যটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার সেই নির্বাচন উপলক্ষেই রাজ্যের তিরুনেলভেলির সেন্ট জাভিয়ার্স কলেজে এক প্রচারণা অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এমন আক্রমণাত্মক বক্তব্য দেন তিনি।
বিজ্ঞাপন
মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতো দলকে সত্যিই হারানো সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, ‘আমরা জানি, একজন ভয়ঙ্কর শত্রুর (নরেন্দ্র মোদি) মোকাবিলা করছি আমরা। এমন এক শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করছি, যারা দমন-পীড়নের মাধ্যমে বিরোধীদের ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমরা আগেও এমন লড়াই করেছি। এই নতুন শত্রুর চেয়েও চেয়ে বড় শত্রুকে আমরা পরাজিত করেছি।’
বিজ্ঞাপন
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে রাহুল বলেন, ‘দেশের মাটি থেকে ভারতীয়রা ইংরেজদের ফেরত পাঠিয়েছে। ইংরেজ শাসনের তুলনায় নরেন্দ্র মোদি কে? কেউ না। একইভাবে আমরাও মোদিকে নাগপুরে ফেরত পাঠিয়ে দেবো।’
উল্লেখ্য, নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দফতর অবস্থিত। এর আগে চীন ইস্যুতে শনিবারও প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে কটাক্ষ করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক এই সভাপতি।
তিনি বলেন, ‘লাদাখ সীমান্তে চীনা অনুপ্রবেশ নিয়ে মোদির প্রথম প্রতিক্রিয়া ছিল, কেউ ভারতে ঢুকতে পারেনি। এতেই চীনারা টের পেয়ে গিয়েছিল যে, ভারতের প্রধানমন্ত্রীর সাহস নেই, ভীত। সীমান্ত ইস্যুতে প্রধানমন্ত্রী যে সমঝোতা করতে চাইছেন, চীন সেটা তখনই বুঝে যায়।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
টিএম