পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুল থেকে গত সপ্তাহে অপহৃত প্রায় ৩০০ শিক্ষার্থীর সবাই মুক্তি পেয়েছে। এই শিক্ষার্থীরা বর্তমানে সরকারি একটি ভবনে অবস্থান করছে বলে জামফারা রাজ্যের গভর্নর জানিয়েছেন। মঙ্গলবার ফরাসী বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জামফারার গভর্নর ডা. বেল্লো মাতাওয়ালে এএফপিকে বলেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, কিশোরীরা নিরাপদে আছে। তারা মাত্র সরকারি একটি ভবনে পৌঁছেছে এবং বর্তমানে সুস্থ আছে। এএফপির একজন প্রতিনিধি জামফারায় একটি সরকারি ভবনে হিজাব পরিহিত শত শত কিশোরীকে দেখতে পেয়েছেন।

গত শুক্রবার অজ্ঞাত শত শত বন্দুকধারী জামফারার প্রত্যন্ত জানজেবে অঞ্চলের সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ৩১৭ কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছিল। 

জামফারার গভর্নর ডা. বেল্লো মাতাওয়ালে বলেছেন, মোট ২৭৯ জন মেয়ে শিক্ষার্থী অপহৃত হয়েছিল।

মঙ্গলবার তিনি বলেছেন, তারা সবাই ফিরে আসায় আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিন মাসের কম সময়ের মধ্যে আফ্রিকার এই দেশটিতে তিনটি স্কুলে অস্ত্রধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করে। গত সপ্তাহের ওই ঘটনার পর অপহরণকারীদের সঙ্গে সরকার আলোচনা অব্যাহত রাখায় অবশেষে শিক্ষার্থীদের মুক্তি মিলেছে। 

গত কয়েক বছরে দেশটির মধ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী অস্ত্রধারীদের সংঘবদ্ধ অপরাধ প্রবণতা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

জামফারা রাজ্যে ২০১৬ সালে নাইজেরিয়ার সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং ২০১৯ সালে অস্ত্রধারী দস্যুদের সঙ্গে সরকার একটি চুক্তিতে পৌঁছালেও হামলা, অপহরণ অব্যাহত রয়েছে।

নাইজেরিয়ায় অস্ত্রধারী দুর্বৃত্তরা প্রায়ই অপহরণের পর ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটানোর পাশাপাশি মুক্তিপণ দাবি করে।

গত বছরের ডিসম্বরে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ রাজ্য কাটসিনার কানকারার একটি স্কুল থেকে তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। সেসময় ওই রাজ্য সফরে ছিলেন প্রেসিডেন্ট বুহারি। যদিও কয়েকদিন পর ওই শিক্ষার্থীদের ছেড়ে দেয় অস্ত্রধারীরা।

এসএস