বছরে চিকিৎসাবর্জ্যের কারণে ৫২ লাখ মানুষ মারা যায়
বিশ্বে চিকিৎসাবর্জ্যের কারণে সৃষ্ট রোগে ৪০ লাখ শিশুসহ ৫২ লাখেরও বেশি মানুষ মারা যায় বলে দাবি করেছেন শীতল বর্মা নামের ভারতীয় এক চিকিৎসক।
শনিবার (১৫ অক্টোবর) উত্তর প্রদেশ রাজ্যের লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে (কেজিএমইউ) ‘বায়ো-মেডিকেল বর্জ্য ও সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য টেকসই কাট-এজ প্রযুক্তি’ বিষয়ক এক কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
পরিবেশবিদদের মতে, রক্তমাখা তুলা, গজ, সিরিঞ্জের মতো চিকিৎসাবর্জ্য পরিবেশ এবং জনস্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। তাই আর পাঁচটা বর্জ্যের মতো এগুলোও নির্দিষ্ট উপায়ে নষ্ট করে ফেলা উচিত। চিকিৎসাবর্জ্য নষ্ট করার নির্দিষ্ট পদ্ধতি ও নিয়ম রয়েছে। কিন্তু এখনও বড় বড় শহরে এটি নিয়ে তেমন সচেতনতা এবং পরিকাঠামো গড়ে ওঠেনি।
বিজ্ঞাপন
এমএ