বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ একটি মাইলফলক অতিক্রম করেছে ভারত। প্রথমবারের মতো দেশটিতে একদিনে দশ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সংখ্যাটা ১০ লাখ ৯৩ হাজার। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত দেশটির মোট এক কোটি ৭৭ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারতে করোনার টিকা দেওয়া শুরু হয়েছিল গত ১৬ জানুয়ারি।   

স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির করোনাযোদ্ধা ও ষাটোর্ধ্ব মানুষ ছাড়াও ৫ বছরের বেশি বয়সী অসুস্থ মানুষদেরকেও টিকা দিচ্ছে ভারত। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে টিকা দেওয়া সংক্রান্ত বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে। 

তবে এই মাইলফলক অতিক্রম করার দিনই ভারতের বেশ কিছু রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর ৮৫.৫১ শতাংশই মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট ও কর্ণাটক রাজ্যের।  

তবে ভারতের সার্বিক করোনা সংক্রমণ পরিস্থিতি অনেকটা হ্রাস পেয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী গত একদিনে নতুন করে আরও ১৭ হাজার ৪০৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। 

সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে; ৯ হাজার ৮৫৫ জন। গত ১৮ অক্টোবরের পর রাজ্যটিতে একদিনে এটাই সর্বাধিক রোগী শনাক্তের রেকর্ড। ওইদিন মহারাষ্ট্রে ১০ হাজার ২৫৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।  

এরপর যথাক্রমে কেরালায় ২ হাজার ৭৬৫ জন ও পাঞ্জাবে ৭২২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারতে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪২ জন। 

ভারতে এ পর্যন্ত এক কোটি ১১ লাখ ৫৬ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১ লাখ ৫৭ হাজার ৪৩৫ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হওয়ার পর সুস্থ মানুষের সংখ্যা ১ কোটি ৮ লাখের বেশি। 

এএস