সোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ২০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে দেশটির জরুরি বিভাগ জানিয়েছে। শুক্রবার (৫ মার্চ) একটি রেস্টুরেন্টের বাইরে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম জানিয়েছে, লুল ইয়েমেনি নামক রেস্টুরেন্টের বাইরে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া ওঠতে দেখা যায় ও গোলাগুলি শুরু হয়।
বিজ্ঞাপন
আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা আবদুলকাদির আদেন রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আমরা ২০ জনের লাশ ও ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছি।
ঘটনাস্থলের নিকটবর্তী বাসিন্দা আহমেদ আবদুল্লাহি রয়টার্সকে জানিয়েছেন, একটি চলন্ত গাড়ি লুল ইয়েমেনি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। ঘটনার সময় আমি ওই রেস্টুরেন্টের দিকেই যাচ্ছিলাম। বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়।
বিজ্ঞাপন
সোমালিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত রেডিও মোগাদিসু জানায়, বিস্ফোরণের পর এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। এখনো কেউ এর দায় স্বীকার করেনি।
তবে, এ ঘটনার পেছনের আল কায়েদাপন্থী উগ্রবাদী গ্রুপ আল শাবাবের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
ওএফ