বিশ্বের ‘৮০০ কোটিতম’ শিশুটির জন্ম ফিলিপাইনে
মায়ের সঙ্গে বিশ্বের ৮০০ কোটিতম শিশু ভিনিস মাবাসাং
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার তোন্দো শহরে মঙ্গলবার (১৫ নভেম্বর) জন্ম নেয় ভিনিস মাবাসাং নামে একটি মেয়ে শিশু। আর এ শিশুটিকে বিশ্বের ৮০০ কোটিতম মানুষ (প্রতিকী) হিসেবে ধরা হচ্ছে। খবর এনডিটিভির।
মঙ্গলবার ৮০০ কোটি জনসংখ্যার নতুন মাইলস্টোন স্পর্শ করে বিশ্ব। এদিন ৭০০ কোটি থেকে বেড়ে ৮০০ কোটিতে পৌঁছায় মানুষের সংখ্যা।
বিজ্ঞাপন
ম্যানিলার ডক্টর জোস ফাবেলা মেমোরিয়াল নামক একটি হাসপাতালে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ভিনিস মাবাসাংয়ের জন্ম হয়। ফিলিপাইনের জনসংখ্যা ও উন্নয়ন কমিশন শিশুটির জন্ম উদযাপন করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশু ও তার মায়ের ছবি প্রকাশ করে তারা।
এ ব্যাপারে ফেসবুকে ফিলিপাইনের জনসংখ্যা ও উন্নয়ন কমিশন লিখেছে, ‘ম্যানিলার তোন্দোতে একটি মেয়ে শিশুর জন্মের মাধ্যমে জনসংখ্যার আরেকটি মাইলস্টোনে পৌঁছেছে বিশ্ব। বিশ্বের ৮০০ কোটিতম মানুষের প্রতীকি শহর হিসেবে ম্যানিলাকে বেঁছে নেওয়া হয়।’
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তারা আরও বলেছে, ‘১৫ নভেম্বর ডক্টর জোস ফাবেলা মেমোরিয়াল হাসপাতালে কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে নার্সরা শিশু ভিনিসকে বরণ করে নেয়।’
এদিকে জাতিসংঘ বলছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়ায় জনসংখ্যার নতুন এ মাইলস্টোন ছুঁয়েছে বিশ্ব। স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হওয়ায় মৃত্যুহার কমেছে এবং মানুষের গড় আয়ু বেড়েছে। যার কারণে বেড়েছে মানুষের সংখ্যা।
এমন অন্যন্য মাইলস্টোন স্পর্শ করার পর জাতিসংঘের জনসংখ্যা তহবিল টুইটে লিখেছে, ‘৮০০ কোটি আশা, ৮০০ কোটি স্বপ্ন, ৮০০ কোটি সম্ভাবনা। আমাদের গ্রহ এখন ৮০০ কোটি মানুষের আবাসস্থল।’
সূত্র: এনডিটিভি
এমটিআই