যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের বড় নাতনি নাওমি বাইডেনের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

নাওমি প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন ও তাঁর প্রথম স্ত্রীর ক্যাথলিনের কন্যা। প্রেসিডেন্টের ২৮ বছর বয়সী নাতনি নাওমি পেশায় আইনজীবী। ৪ বছর প্রেম করার পর তিনি গাঁট বেধেছেন আরেক আইনজীবী পিটার নিয়ালের সঙ্গে ।

পরিবারের খুব কাছের মানুষ ও অল্প কিছু অতিথিদের নিয়ে এ বিয়ে আয়োজন করা হয়।  

এর আগে হোয়াইট হাউজে আরও ১৮টি বিয়ের অনুষ্ঠান হয়েছিল। ১৯৭১ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের মেয়ে ট্রিসিয়ার বিয়ে হয় প্রেসিডেন্টের বাসভবনে। ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ফটোগ্রাফার পেট সওউজা এখানে বিবাহের অনুষ্ঠান করেছিলেন।

এদিকে বিয়ের অনুষ্ঠানের আয়োজন কেমন ছিল সে বিষয়ে খুব বেশি কিছু জানা যায়নি। কারণ ভেতরের অনুষ্ঠানের কোনো খবর বাইরে প্রকাশ করা হয়নি। এমনকি অনুষ্ঠানের ছবিও তেমন একটা পাওয়া যায়নি। প্রেসিডেন্টের নাতনির বিয়ে নিয়ে খুব বেশি তথ্য জানতে না পারায় এটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এমটিআই