ভারতের রাজধানী নয়া দিল্লিতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলের বারান্দা দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন এক শিক্ষিকা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১৬ ডিসেম্বর) দিল্লির নগর নিগাম বালিকা বিদ্যালয় নামে একটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটে।

ধাক্কা দেওয়া ফেলে দেওয়া শিক্ষার্থীর নাম বন্দনা। আর অভিযুক্ত শিক্ষিকার নাম গীতা দেশওয়াল। এ ঘটনার পর গীতাকে আটক করেছে পুলিশ। নিচে পড়ে মারাত্মক আহত হওয়ায় বন্দনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার স্কুল ভবনের দোতলায় অবস্থিত নিজের শ্রেণিকক্ষে ছিলেন বন্দনা। ওই সময় কিছু একটা নিয়ে বন্দনাকে মারধর করতে থাকেন গীতা। এরপর তাকে কাঁচি দিয়ে আঘাত করার চেষ্টা করেন এই শিক্ষিকা। একটা সময় স্কুলের দোতলার বারান্দা থেকে বন্দনাকে ধাক্কা মেরে নিচেই ফেলে দেন তিনি।

এ ঘটনার সময় উপস্থিত রিয়া নামে অপর এক শিক্ষিকা গীতাকে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু তবুও গীতা শিশুটিকে মারধর করতে থাকেন।

বন্দনাকে নিচে ফেলে দেওয়ার পর সেখানে জড়ো হন সাধারণ মানুষ। তারা গুরুতর আহত এই শিক্ষার্থীকে দ্রুত বড় হিন্দু রাও হাসপাতালে নিয়ে যান। এরপর গীতাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

সূত্র: এনডিটিভি

এমটিআই