ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে মেতেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এই সময়ের অন্যতম দুই সেরা দল আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনালে মুখোমুখি। শিরোপার লড়াইয়ে কাতারের লুসাইল স্টেডিয়ামে নামছে দুই দল।

বাংলাদেশের বিভিন্ন তারকার পাশাপাশি হলিউড-বলিউডের তারকারাও বিশ্বকাপের ফাইনাল দেখতে হাজির হয়েছেন লুসাইল স্টেডিয়ামে। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে।

কিন্তু এই প্রতিবেদনের মূল বিষয় আসলে সেটা নয়। মূল বিষয় হলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মতো দেখতে অবিকল হাওয়ার্ড নামের নকল কিম জং উন লুসাইলে হাজির হয়েছেন। উত্তর কোরিয়ার নেতার মতো দেখতে একই রকম হওয়ায় অতীতে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিম জং উনের ছদ্মবেশী হাওয়ার্ড এক্স বেশ কিছু ছবি ও ভিডিও টুইট করেছেন। স্টেডিয়ামের ভেতরে মদ্যপান নিষিদ্ধের ব্যাপারে কথা বলেছেন হাওয়ার্ড।

তিনি বলেছেন, আমি ব্রাজিল এবং রাশিয়া বিশ্বকাপেও গিয়েছিলাম; যা ছিল একেবারে চমৎকার। কিন্তু আমার চারপাশের সবাই শান্ত হওয়ায় কাতারের এই বিশ্বকাপকে সংযমী মনে হয়েছে। সাবওয়ে থেকে ২০ মিনিটের হাঁটাপথে আপনি বিয়ার পেতে পারেন। হাওয়ার্ড বলেন, এ জন্য আপনাকে বিদেশি পাস দেখাতে হবে এবং বিমানবন্দরের মতো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে। 

উল্লেখ্য, লিওনেল মেসি তার পঞ্চম এবং শেষ বিশ্বকাপে খেলছেন। ১৯৮৬ সালে মেক্সিকো সিটিতে দিয়েগো ম্যারাডোনার বহুল আলোচিত গোলের মাধ্যমে বিশ্বকাপ জয়ের পর এবার আর্জেন্টিনাকে শিরোপা জয়ের আশা দেখাচ্ছেন মেসি।

তবে মেসির এই স্বপ্নজয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আশায় মগ্ন থাকা ফরাসি শিবির। উত্তেজনাপূর্ণ আজকের ম্যাচে মেসিকে রীতিমতো টেক্কা দিতে পারেন কিলিয়ান এমবাপ্পেও।

৩৫ বছর বয়সী মেসি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে ইতোমধ্যে সাত বার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। তবে গত আসরের বিশ্বকাপ ফাইনালে তার যাত্রা শেষ হয়েছিল জার্মানির কাছে হারের তিক্ত হতাশা নিয়ে।

এসএস