পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ত্রিবেন্দ্র সিং রাউত। মঙ্গলবার বিকেলে উত্তরাখণ্ডের রাজ্যপাল বেরিরানি মৌর্যর কাছে পদত্যাগতপত্র জমা দিয়েছেন তিনি। খবর ভারতীয় টেলিভিশন এনডিটিভি এবং কলকাতার দৈনিক আনন্দবাজারের।
সূত্রের বরাতে দুই গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, আপাতত রাউতের পরিবর্তে মুখ্যমন্ত্রীর এই দায়িত্ব সামলাবেন তারই এক মন্ত্রী ধন সিং রাউত। নিজ এলাকা গাড়োয়াল থেকে উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনের উদ্দেশে ইতোমধ্যে রওয়ানা হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্দরে ফাটল প্রকাশ্যে চলে এলো। উল্লেখ্য, উত্তরাখণ্ডে বিজেপির নেতৃত্বাধীন সরকারই এখন ক্ষমতায় রয়েছে। রাউত ছিলেন বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী।
জানা যাচ্ছে, বহু বিধায়ক ত্রিবেন্দ্র সিং রাউতের ভূমিকায় সন্তুষ্ট ছিলেন না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও এ বিষয়ে অভিযোগও গিয়েছিল। এমন দাবির মুখে বিজেপি সম্প্রতি উত্তরাখণ্ডে কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠানোর পর পদ থেকে ইস্তফা দিলেন রাউত।
বিজ্ঞাপন
পরিস্থিতি খতিয়ে দেখতে গত শনিবার দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক রমন সিং এবং দুষ্মন্ত গৌতমকে পাঠিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। তারা বিধায়কদের সঙ্গে, এমনকি রাউতের সঙ্গেও কথা বলেন। তারপর তারা দিল্লি ফিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দেন।
সূত্রের বরাতে উল্লিখিত দুই গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দুই পর্যবেক্ষক যে রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছে তাতে বলা হয়েছে রাউতকে সামনে রেখে আগামী নির্বাচনে লড়লে কঠিন সমস্যার মুখে পড়তে হতে পারে দলকে।
গতকাল সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাউত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকও করেন তিনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হয়েছিল তার।
কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পরদিনই তিনি ইস্তফা দিলেন। স্বাভাবিকভাবেই এখন জল্পনা চলছে যে, রাজ্য থেকে আসা দলীয় বিধায়কদের তার বিরুদ্ধে অভিযোগ আসায় খুশি হননি কেন্দ্রীয় নেতৃত্ব। তার জেরেই কি ইস্তফা দিতে হল রাউতকে?
এএস