মেয়ের ভিডিও ভাইরালের প্রতিবাদ, ভারতে বিএসএফ জওয়ানকে পিটিয়ে হত্যা
কিশোরী মেয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদ করায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গুজরাটের পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, মেলাজি ভাঘেলা নামের ওই জওয়ানের কিশোরী মেয়ের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিল তারই এক কিশোর বন্ধু। এই ঘটনার প্রতিবাদ করায় মেলাজি ভাঘেলার ওপর হামলা চালায় তার মেয়ের বন্ধুর পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়েছে, ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। অভিযুক্ত হামলাকারীরা ওই কিশোরের পরিবারের সদস্য। ভিডিও আপলোড করার জন্য ভাঘেলা ওই কিশোরের বিরুেদ্ধে অভিযোগ করেছিলেন।
হামলায় ভাঘেলার স্ত্রী ও ছেলেও আহত হয়েছেন। কিশোরীর বাবা মেলাজি ভাঘেলা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশের কাছে ভাঘেলার স্ত্রী মানজুলার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, শনিবার রাতে গুজরাটের খেড়া জেলায় হামলার ওই ঘটনা ঘটেছে। ভাঘেলা তার স্ত্রী, দুই ছেলে এবং ভাতিজাকে নিয়ে ওই কিশোরের বাড়িতে গিয়ে মেয়েটির ভিডিও আপলোড করার কারণ জানতে চেয়েছিলেন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাঘেলা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় কিশোরের পরিবারের সদস্যরা।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে ভিডিওটি ‘অশ্লীল’ ছিল বলে জানানো হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই ভিডিওর সত্যতা নিশ্চিত হতে পারেনি।
পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, আলোচনা এক পর্যায়ে তুমুল সংঘর্ষে রূপ নেয় এবং ছেলেটির স্বজনরা ‘কাঠের লাঠি’ এবং ‘ধারালো বস্তু’ দিয়ে ভাঘেলা ও তার পরিবারের ওপর আক্রমণ চালায়।
এই ঘটনায় বিএসএফ জওয়ান ভাঘেলা গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাঘেলার এক ছেলে মাথায় জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরের পরিবারের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টাসহ অন্যান্য অভিযোগ এনেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে অভিযুক্তদের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এসএস