লটারি টিকিট বিক্রেতা জাকির মিয়ার বাজিমাত, জিতলেন কোটি টাকা
কথায় আছে সৃষ্টিকর্তা যখন দেন, দু’হাত ভরিয়ে দেন। এই কথাটিই যেন সত্যি হল জাকির মিয়ার জীবনে। লটারির ফেরিওয়ালা জাকির মিয়া। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নিউ হাসিমারার খালপাড়া এলাকায়। হাটে-বাজারে লটারি ফেরি করে কোনও রকমে সংসার চালিয়ে আসছেন তিনি। জাকির মিয়ার কাজ সকালে ঘুম থেকে উঠে হাসিমারার লটারি দোকানে যাওয়া। সেখানে কাউন্টার থেকে লটারি কিনে নিয়ে হাট-বাজার ঘুরে বিক্রি করেন।
সোমবার কাউন্টার থেকে দশটি টিকিট নিয়ে বিক্রির জন্য বেরিয়ে পড়েছিলেন তিনি। এর মধ্যে পাঁচটি বিক্রি হয়ে যায়, বাকি পাঁচটি টিকিট বিক্রি না হওয়ায় নিজের কাছে রেখে দেন তিনি। পরে যখন লটারির বিজয়ী ঘোষণা করা হয়, তখন ভাগ্য পরীক্ষার জন্য টিকিটের নম্বর মিলিয়ে দেখেন তিনি। এতে দেখা যায়, তার পাঁচটি টিকিটের একটি এক কোটি টাকার পুরস্কার জিতেছে।
বিজ্ঞাপন
জাকির মিয়া বলেন, প্রথমে বিষয়টি তিনি বুঝতে পারেননি। তারপর যে দোকান থেকে লটারির টিকিট ক্রয় করেন, সেখানে নিয়ে যাওয়ার পর ওই দোকানের ব্যবসায়ী তাকে অভিনন্দন জানান।
পরে সেখান থেকে হাসিমারা পুলিশ ফাঁড়িতে গিয়ে যোগাযোগ করেন জাকির মিয়া। তিনি বলেন, ভাঙাচোরা ঘরে খুব কষ্টে দিন কাটছিল তার। লটারির টিকিট ফেরি করে কত আর রোজগার হয়। স্ত্রী অন্যের বাসা-বাড়িতে পরিচারিকার কাজ করেন। এখন আর স্ত্রীকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না। এই টাকার কিছু ব্যাংকে জমা রাখবেন। বাকি টাকা দিয়ে ঘর ঠিক করবেন তিনি।
বিজ্ঞাপন
কিছু টাকা দিয়ে দোকান তৈরি করে ব্যবসা করবেন। জাকির মিয়া বলেন, লটারি তার জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছে। তাই ব্যবসা হিসেবে লটারির টিকিট বিক্রিকেই বেছে নেবেন তিনি।
স্বামীর লটারিতে এক কোটি টাকা পাওয়ার কথা শুনে আকাশ থেকে পড়েছেন জাকির মিয়ার স্ত্রী। প্রথমে বিশ্বাস না করতে পারলেও পরে ফল দেখে বুঝতে পারেন তিনি। এবার সংসারের দুর্দশা ঘুঁচবে বলেও আশা করছেন জাকির মিয়ার স্ত্রী। নিউজ১৮।
এসএস