সোলদারকে রক্ষায় ‘যা প্রয়োজন’ তার সব দেয়ার প্রতিজ্ঞা জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডনবাসের সোলদার এবং বাখমুত শহরকে রাশিয়ার হাত থেকে রক্ষায় যেসব অস্ত্র ও সরঞ্জাম প্রয়োজন তার সবই ইউক্রেনের সেনাদের দেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় এমন প্রতিজ্ঞা করেন জেলেনস্কি।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যেসব ইউনিট শহরগুলো রক্ষা করছে তাদের অস্ত্রসহ সব কিছু দেওয়া হবে। কোনো বিলম্ব ও বাধা ছাড়াই এগুলো দেওয়া হবে।’
ডনবাসের লবণ খনি ও সুড়ঙ্গ সমৃদ্ধ শহর সোলদারের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। গত মঙ্গলবার রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোজিন দাবি করেন, সোলদার শহরের দখল নিয়েছে তার সেনারা। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ দাবি প্রত্যাখ্যান করা হয়।
বিজ্ঞাপন
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী গানা মালার জানিয়েছেন, চলমান যুদ্ধে ‘সবচেয়ে তীব্র এবং কঠোর’ লড়াই হচ্ছে সোলদারে।
পরিস্থিতি খুব কঠিন হলেও ইউক্রেনের সেনারা এখনো নিজেদের অবস্থান ধরে রেখেছে বলে দাবি করেছেন তিনি।
তবে যুক্তরাজ্যের গোয়েন্দারা এক বিবৃতিতে জানায়, কয়েক সপ্তাহের প্রচেষ্টায় সোলদারের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে রাশিয়া।
রুশ বাহিনী যদি সোলদার পুরোপুরি দখল করতে পারে তাহলে তারা ১০ কিলোমিটার দূরে অবস্থিত বাখমুত শহর থেকেও ইউক্রেনের সেনাদের হটিয়ে দিতে পারবে। এরমাধ্যমে ডনবাসের দোনেৎস্ক অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণে চলে আসবে।
সূত্র: এএফপি
এমটিআই