বন্ধুকে প্রেমিকার সঙ্গে বেশি সময় রাখতে প্লেনে বোমার ভুয়া কল
স্পাইসজেটের প্লেনে বোমা আছে, ভুয়া ওই খবর দিয়ে ফোন কল করা ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি ব্রিটিশ এয়ারওয়েজের একজন শিক্ষানবিশ এজেন্ট। তার নাম অভিনব প্রকাশ (২৪)।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিল্লি থেকে পুনে অভিমুখী স্পাইস জেটের একটি প্লেনে বোমা আছে, ফোনে এমন খবরে প্লেনটিতে তল্লাশি চালানো হয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কথা ছিল প্লেনটির। পরে যাত্রা বিরতি করিয়ে তল্লাশি চালানোর পর প্লেনে সন্দেহজনক কিছু পায়নি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
ওই ঘটনার তদন্তে ও কলারকে খুঁজতে দিল্লি পুলিশ বিশেষ টিম গঠন করে। এরপর তারা কলারকে খুঁজে পায় এবং তার নাম পরিচয় জানায়।
এদিকে আটকের পর ওই যুবক জানিয়েছেন তিনি কেন ভুয়া তথ্য দিয়ে ফোন কলটি করেছেন। প্রকাশ বলেন, বন্ধু যেন তার প্রেমিকার সঙ্গে বেশি সময় কাটাতে পারে সেজন্য ফোন কলটি করা হয়। পুনেগামী ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে একজন ছিলেন তার বন্ধু।
বিজ্ঞাপন
গতকাল ওই ফোন কল পাওয়ার পর পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কে বা কারা ফোন করে বোমা থাকার কথা জানিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে প্যারামিলিটারি ফোর্স সিআইএসএফ ও দিল্লি পুলিশ রয়েছে।
সূত্র : এনডিটিভি
জেডএস