যুক্তরাষ্ট্রবিরোধী জোট গঠন করছে চীন রাশিয়াসহ ১৬ দেশ
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট গঠন করছে চীন-রাশিয়াসহ ১৬টি দেশ। জাতিসংঘকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে তা মোকাবিলার জন্যই এই জোট গঠন করা হচ্ছে।
বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া ছাড়াও এ জোটে আরও থাকছে ইরান, সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং কিউবা। এছাড়া জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেলারুশ, বলিভিয়া, কম্বোডিয়া, ইরিত্রিয়া, লাওস, নিকারাগুয়া সেইন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিন্স দ্বীপপুঞ্জও থাকছে।
বিজ্ঞাপন
এসব দেশের সমন্বয়ে সম্ভাব্য জোট গঠনের বিষয়ে রয়টার্সের হাতে আসা কিছু তথ্যের বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রবিরোধী এসব দেশ মনে করে- বহু পাক্ষিকতাবাদের বিরুদ্ধে নজিরবিহীনভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে দেশটি বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে।
আমেরিকার কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দেশগুলো মনে করে। সম্ভাব্য জোট গঠনকারী দেশগুলোর প্রায় সবাই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে পরমাণু কর্মসূচি কারণে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ওয়াশিংটন। এছাড়া, প্রযুক্তিগত দ্বন্দ্বের কারণে চীনের বিরুদ্ধে এবং ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার জন্য মস্কোর বিরুদ্ধেও রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা।
টিএম