বিশ্বজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে, একইসঙ্গে দেশে দেশে জোর গতিতে চলছে করোনার টিকাদান কর্মসূচি। এরপরও কমেনি করোনায় মানুষের সংক্রমণের হার। বিশ্বব্যাপী করোনা মহামারি শুরুর প্রায় ১৫ মাসের মাথায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১২ কোটি।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস’র তথ্য অনুযায়ী, রোববার (১৪ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৫৭ হাজার ৫১২ জন। মারা গেছেন ২৬ লাখ ৫৯ হাজার ৮৩০ জন। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ২৩৪ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৪৩ হাজার ৬৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ৪৬ হাজার ৬০৫ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ লাখ ৭৭ হাজার ২১৬ জন মানুষ।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় এবং মৃতের সংখ্যার তালিকায় রয়েছে চতুর্থ অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জন।

অন্যদিকে আক্রান্তের তালিকায় ১৩তম অবস্থানে এবং মৃতের সংখ্যায় তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখ ৬৩ হাজার ৮৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৪৯০ জন।

এছাড়া রাশিয়ায় এখন পর্যন্ত ৪৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯১ হাজার ৬৯৫ জন। একইসঙ্গে এখন পর্যন্ত যুক্তরাজ্যে প্রায় ৪২ লাখ ৫৪ হাজার,  ফ্রান্সে ৪০ লাখ ৪৫ হাজারের বেশি, ইতালিতে প্রায় ৩২ লাখ ২ হাজার এবং স্পেনে ৩১ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

টিএম