তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প : যারা এগিয়ে দিয়েছে সহযোগিতার হাত
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়াতে ইতোমধ্যে সহায়তাসহ তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। তবে তুরস্ক ও সিরিয়া উভয়েই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শিকার হলেও এখন পর্যন্ত অধিকাংশ সহায়তার প্রস্তাব এসেছে তুরস্কের প্রতি।
জাতিসংঘের অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার এক তাৎক্ষনিক বিবৃতিতে জানিয়েছেন, ভূমিকম্পে গুরুতর আহতদের চিকিৎসাসেবা দিতে জরুরি স্বাস্থ্যসেবা উপকরণসহ ডব্লিউএইচওর একটি চিকিৎসক দল ইতোমধ্যে গঠন করা হয়েছে। তুরস্ক-সিরিয়ার যেসব এলাকায় গুরুতর আহতের সংখ্যা বেশি, সেসব এলাকায় চিকিৎসাসেবা দেবে ডব্লিউএইচওর দলটি।
বিজ্ঞাপন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ১০০ জন কর্মীর সমন্বয়ে দুটি দল গঠন করে শিগগিরই তুরস্কে পাঠানো হবে। এই দলে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মীরা ছাড়াও থাকবে বিশেভাবে প্রশিক্ষিত কুকুর, বেশ কয়েকজন চিকিৎসক, ওষুধ ও অন্যান্য চিকিৎসা উপকরণ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্ক ও সিরিয়া উভয় দেশের হতাহতদের প্রতি শোক জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে তিনি বলেছেন, ১০০ জন উদ্ধারকর্মীর একটি দল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তুরস্ক যখনই চাইবে— তাদের পাঠিয়ে দেওয়া হবে।
বিজ্ঞাপন
এছাড়া সিরিয়ার সেনাদের সহায়তা ও প্রশিক্ষণ দিতে বেশ কয়েক কোম্পানি রুশ সেনাসদস্য বর্তমানে সিরিয়ায় অবস্থান করছেন। তাদেরকে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে যোগ দিয়ে ত্রাণ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
পোল্যান্ডের স্বরাষ্ট্র ও প্রশাসনমন্ত্রী মারিউসজ কামিনস্কি বলেছেন ৭৬ জন উদ্ধারকর্মী ও ৮টি প্রশিক্ষত কুকুরের সমন্বয়ে গঠিত একটি দল শিগগিরই তুরস্কে পাঠানো হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় বলেছেন, ‘তুরস্কের এই বিপদের দিনে ইউক্রেনের জনগণ তাদের পাশে আছে এবং যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত।’
গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিকোস মিটসোটাকিস তুরস্কের হতাহতদের প্রতি শোক জানিয়ে বলেছেন, গ্রিস ইতোমধ্যে ত্রাণ সামগ্রী ও উদ্ধারকর্মীদের একত্র করা শুরু করেছে। এই কাজ শেষ হলেই তাদের পাঠানো হবে তুরস্কে।
স্পেন ও তাইওয়ানের সরকারও তুরস্কে শিগগিরই ত্রাণ, উদ্ধারকর্মী ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু তুরস্ক ও সিরিয়া উভয় দেশের হতাহতদের প্রতি শোক জানিয়ে বলেছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সরকারের সব প্রতিষ্ঠানকে ইতোমধ্যে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই উপদ্রুত বিভিন্ন এলাকায় আমরা চিকিৎসা সহায়তা ও চিকিৎসকদের দল পাঠাব।’
এসএমডব্লিউ