সোমবার ম্যাচ শুরুর আগে তুর্কি ফুটবল ক্লাব বেসিকতোসের সমর্থকরা ভূমিকম্পে হতাহত শিশুদের প্রতি সহমর্মিতা জানিয়ে মাঠে পুতুল ও খেলনা ছুঁড়ে দেন, ছবি : ডিডব্লিউ

সম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির জেরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবি উঠছে দেশটির অভ্যন্তরে। ইতোমধ্যে দেশটির কয়েকটি ফুটবল ক্লাবের সমর্থকরা এরদোয়ানের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবি তুলেছেন।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কাহরামানমারাশে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও তার পরবর্তীতে বেশ কয়েকটি আফটারশক হয়। ভয়াবহ সেই ভূমিকম্পে তুরস্কের কাহরামানমারাশ সীমান্তের অপর পাশে সিরিয়ার আলেপ্পো প্রদেশ থেকে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এই মৃতদের মধ্যে অধিকাংশই তুরস্কের। ভূমিকম্পের পর কাহরামানমারাশের বিভিন্ন শহরের ধ্বংস্তুপ থেকে ‍উদ্ধার করা মরদেহের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে।

মৃতের প্রকৃত সংখ্যা অবশ্য আরও অনেক বেশি। কারণ অনেক এলাকায় এখনও ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছে শত শত মৃতদেহ।

তুরস্কে এরদোয়ানের পদত্যাগের দাবি উত্থাপনকারীদের ভাষ্য, সরকারের দুর্নীতি ও দুর্যোগ মোকাবিলা কর্মীদের ব্যর্থতার দায় স্বীকার করে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানো উচিত তার।

সোমবার তুর্কি ফুটবল ক্লাব বেসিকতস এর সমর্থকেরা খেলা শুরুর আগে সরকারের পদত্যাগ দাবি করেন। রোববারের ম্যাচটি ছিল অপর দল আন্তালায়াসপোরের বিপক্ষে। খেলা শুরুর সময় পুরো স্টেডিয়াম জুড়ে ‘সরকারের পদত্যাগ চাই' স্লোগান শোনা যাচ্ছিল।

খেলা শুরুর আগে ক্লাবটি ভূমিকম্পে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানায় এবং হাজার হাজার সমর্থক দুর্যোগে হতাহত শিশুদের প্রতি সহমর্মিতা জানিয়ে মাঠে বাচ্চাদের পুতুল-খেলনা ছুঁড়ে দেন।

পরবর্তীতে খেলা চলার সময়ে সমর্থকেরা ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনায় এর্দোয়ান সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। সমর্থকদের এমন আচরণের প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এর্দোয়ানে ঘনিষ্ঠ এমএইচপি পার্টির নেতা দেভলেত বাচেলি বেসিকতাস ক্লাব থেকে নিজের সদস্যপদ প্রত্যাহার করেছেন৷

এর আগে শনিবার ইস্তাম্বুলভিত্তিক আরেকটি বড় ক্লাব ফেনেরবাচের সমর্থকেরাও শনিবার প্রতিদ্বন্দ্বী দল কোনিয়াস্পোর সঙ্গে খেলা এক ম্যাচে একই ধরনের স্লোগান দেন। ‘২০ বছর ধরে মিথ্যা ও প্রতারণা'র অভিযোগ তুলে এরদোয়ান ও তার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগও দাবি করেন তারা৷

দায় অস্বীকার করলেন এর্দোয়ান

ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনায় ‘ভুলত্রুটি' থাকার কথা স্বীকার করলেও সমালোচনাকারীদের একহাত নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ত্রুটি তো রয়েছেই৷ যা করা হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে৷ এমন দুর্যোগের জন্য পূর্বপ্রস্তুতি রাখা সম্ভব নয়।’

তবে এরদোয়ানবিরোধীদের অভিযোগ—এমন দুর্যোগের জন্য দেশকে আগে থেকে প্রস্তুত না রাখা এবং ভবন নির্মাণে বিধিনিষেধ আরোপে অবহেলার কারণেই ঘটেছে এত প্রাণহানি।

ধসে যাওয়া ভবনের নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তুরস্কে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। শনিবার বিচারমন্ত্রী বেকির বোজদাগ জানিয়েছেন, ৬১২ জনের মধ্যে ১৮৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের বিচার হবে। তাদের মধ্যে ভবনের মালিক ছাড়াও ব্যবস্থাপক এবং নির্মাণ ঠিকাদারও রয়েছেন।

তুরস্কে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে।

এসএমডব্লিউ