টিকা না নিলেও তুরস্কে ছুটি কাটাতে পারবেন ব্রিটিশ পর্যটকরা
করোনা টিকা না নিলেও ব্রিটেনের নাগরিকরা গ্রীষ্মের ছুটি কাটাতে যেতে পারবেন তুরস্কে। তবে অবশ্যই করোনা নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে। ফ্লাইটে ওঠার অন্তত ৭২ ঘন্টা আগে প্রস্তুত করতে হবে সেই সনদ।
বর্তমানে বিশ্বজুড়ে করোনা টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় বিদেশী যাত্রীদের জন্য টিকা সনদ সঙ্গে রাখা বাধ্যতামূলক করছে বিভিন্ন দেশ। তুরস্কও রয়েছে এই তালিকায়। তবে ব্রিটিশ যাত্রীদের জন্য এক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বিজ্ঞাপন
সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন তুর্ককে এ তথ্য জানিয়েছেন তুরস্কের পর্যটন মন্ত্রী মেহমেত এরসয়। তিনি বলেন, ‘চলতি গ্রীষ্মে ব্রিটেনের যেসব পর্যটক অবকাশ যাপনে তুরস্কে আসতে চান, তাদের জন্য টিকা সনদ বাধ্যতামূলক নয়। সরকারীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
‘তবে করোনা নেগেটিভ সনদ অবশ্যই থাকতে হবে তাদের সঙ্গে। এবং তুরস্কগামী ফ্লাইটে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে টেস্টের ভিত্তিতে এই সনদ প্রস্তুত করতে হবে।’
বিজ্ঞাপন
করোনা সংক্রমণ প্রতিরোধে যুক্তরাজ্য সরকারের প্রশংসা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে বাড়তে থাকা সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত ব্রিটেনের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ব্রিটেন দেখিয়েছে, কীভাবে স্বল্পতম সময়ে মধ্যে বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় আনা যায়।’
ডিসেম্বর থেকে সীমান্ত এলাকাগুলো বন্ধের পাশাপাশি সরাসরি ফ্লাইট যোগাযোগও স্থগিত রেখেছে তুরস্ক। এ কারণে চলতি বছর ব্রিটেন থেকে যারা তুরস্কে যাবেন, অন্য দেশ হয়ে তাদের পৌঁছাতে হবে সেখানে।
গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের। তারপর থেকেই দুই দেশের মধ্যকার পর্যটন সম্প্রসারণে জোর দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট।
সূত্র: মিডলইস্ট মনিটর
এসএমডব্লিউ