ইসরায়েলে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে আমিরাত
করোনা মহামারির কারণে ইসরায়েলের বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনে দেশটির বিভিন্ন খাত ও প্রকল্পে চলতি বছর ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার দেশটির সরকারী বার্তাসংস্থা ডব্লিউএএম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি দেশটির সেনাবাহিনীর বেতারে এক সাক্ষাৎকারে বলেন, ‘মহামারি পরবর্তী ইসরায়েলের অর্থনীতি পুনর্গঠনের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আগ্রহ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ। চলতি বছরই ইসরায়েলের বিভিন্ন অর্থনৈতিক খাত ও প্রকল্পে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।’
বিজ্ঞাপন
সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর এ বিষয়ে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেনি আমিরাত। মঙ্গলবার এক রাষ্ট্রীয় সফরে আমিরাতে যাওয়ার কথা ছিল বেঞ্জামিন নেতানিয়াহুর; কিন্তু মধ্যপ্রাচ্যের অপর দেশ জর্ডান তার আকাশসীমা ব্যবহারে আপত্তি জানানোয় সফর বাতিলে বাধ্য হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ ঘটনার পরই ডব্লিউএএম নিউজ এজেন্সি ইসরায়েলে যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিনিয়োগের তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ‘একঘরে’ অবস্থায় থাকার পর গত ২০১৯ ও ২০২০ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন— মধ্যপ্রাচ্যের এই চার দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হয় ইসরায়েল। গতবছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমিরাত-ইসরায়েলের মধ্যে।
বিজ্ঞাপন
করোনাভাইরাস প্রতিরোধ এবং গণটিকাদান কর্মসূচি পরিচালনায় ইতোমধ্যে বিশ্বের অন্যতম সফল দেশের স্বীকৃতি পেয়েছে ইসরায়েল। তবে মহামারির কারণে বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির অর্থনীতি।
আন্তর্জাতিক পরিসংখ্যানের তথ্য বলছে, বর্তমানে ইসরায়েলের মোট শ্রমশক্তির প্রায় এক তৃতীয়াংশই কর্মহীন অবস্থায় আছেন। কঠোর করোনা বিধিনিষেধ ও একের পর এক দীর্ঘমেয়াদী লকডাউনের কারণে দেশটির বেসরকারী অর্থনৈতিক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত বছর। তার ফলেই এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ইসরায়েলের অর্থনীতি বিশ্লেষকরা।
সূত্র: মিডলইস্ট মনিটর
এসএমডব্লিউ