অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ: যুক্তরাজ্য
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিরাপদ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। টিকা নেওয়ার পর গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়া নিয়ে উদ্বেগের কারণে বেশিরভাগ ইউরোপীয় দেশ টিকাদান কর্মসূচি স্থগিত করার প্রেক্ষিতে একথা বলেন তিনি।
টিকা নেওয়া নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে না থেকে নীতিনির্ধারকদের কথা শুনতে এবং একইসঙ্গে যত শিগগির সম্ভব সুযোগ পেলেই টিকা নিয়ে নিতে মানুষের প্রতি আহ্বান জানান তিনি। এখন পর্যন্ত এক ডজনেরও বেশি দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার প্রয়োগ স্থগিত করেছে এবং গ্রহীতাদের নিরাপত্তার বিষয়ে আরও পরিষ্কার তথ্যের জন্য অপেক্ষা করছে।
বিজ্ঞাপন
তবে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণে এটা নিশ্চিত হয় না যে- অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার কারণেই রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটছে।
বিজ্ঞাপন
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপের সকল দেশ মিলে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ করোনা টিকা নিলেও গত সপ্তাহ পর্যন্ত ৪০ জনেরও কম টিকাগ্রহীতার শরীরে রক্ত জমাট বাঁধার উপসর্গ পাওয়া গেছে।
এই অবস্থার কারণে ব্রিটেনের মানুষকে আবারও নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক জোর দিয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), এমএইচআরএ এবং ইউরোপীয়ান মেডিকেল এজেন্সি (ইএমএ)-সবাই বিশ্বাস করে যে অ্যাস্টাজেনেকার টিকা নিরাপদ।
তিনি বলেন,‘টিকা নেওয়ার ফলে সৃষ্ট উপসর্গগুলো আমরা সবসময়ই পরীক্ষা-নিরীক্ষা করে থাকি। আমরা সবাই জানি, যুক্তরাজ্যের মানুষের জীবন বাঁচাতে বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর তাই টিকা নেওয়ার সুযোগ সামনে এলেই দেরি না করে সেটা নিয়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, বর্তমানে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ করোনার টিকা নিচ্ছেন এবং তাদের মাঝে টিকা নেওয়ার বিষয়ে অবিশ্বাস্য উৎসাহ কাজ করছে।
অবশ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ইস্যুতে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে ইউরোপের দেশগুলো। ফ্রান্স, জার্মানি, স্পেন ও ইতালি জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর টিকাগ্রহীতাদের শরীরে রক্ত জমাটের ঘটনায় ইইউ’র নীতিনির্ধারকদের তদন্তের ফলাফলের অপেক্ষা করছে তারা। কিন্তু পোল্যান্ড ও বেলজিয়ামসহ আরও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার অব্যাহত রেখেছে।
তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা গ্রহণ করলে রক্ত জমাট বাঁধতে পারে— এই অভিযোগের পক্ষে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এখনও সুস্পষ্ট কোনো প্রমাণ পায়নি জানিয়ে মঙ্গলবার সংস্থাটির প্রধান ইমার কুক এক সাক্ষাৎকারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অভিযোগ করেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর কয়েকজন টিকাগ্রহীতার দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ার উপসর্গ দেখা দিয়েছে। এই অভিযোগটি আমরা তদন্ত করছি।’
‘তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই টিকায় ঝুঁকির চাইতে উপকার অনেক বেশি। এখন পর্যন্ত আমরা কোনো সুস্পষ্ট প্রমাণ পাইনি যে, (টিকা গ্রহণের পর) যাদের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে, সেজন্য অ্যাস্ট্রাজেনেকার টিকাই দায়ী।’
টিকা ইস্যুতে মঙ্গলবার বৈঠকে বসেছিল ইএমএ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সংস্থাটি অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাতে পারে।
সূত্র: বিবিসি
টিএম