যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ওয়াশিংটনের সরকারি বাসভবনের সামনের সড়ক থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি নিবন্ধনবিহীন শটগান ও বেশকিছু গুলি উদ্ধার হয়েছে। বুধবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

গ্রেফতার ওই ব্যক্তির নাম পল মারে (৩১)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের বাসিন্দা। ইতোমধ্যে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করেছে ওয়াশিংটন পুলিশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ফক্স নিউজকে এ বিষয়ে বলেন, কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন পল মারে। সেনাবাহিনী কিংবা সরকার তাকে যে কোনো সময় হত্যা করতে পারে— সবসময় এই আতঙ্কে ভোগেন তিনি। ওয়াশিংটনে আসার আগে পল তার মাকে টুইট করে জানিয়েছিলেন, এবার তিনি তার সমস্যা ‘মিটিয়ে ফেলবেন’।

সেই টুইটবার্তার পর থেকেই তার ওপর নজর রাখা হচ্ছিল। বুধবার গ্রেফতারের পর থেকে পুলিশ হেফাজতে আছেন পল মারে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবনে অবশ্য এখনও ওঠেননি কমলা হ্যারিস। ভবনটির সংস্কারকাজ চলছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসএমডব্লিউ/এমএমজে