জর্জিয়ায় রানঅফ নির্বাচন: সিনেটের নিয়ন্ত্রণ পেতে মরিয়া দু’দলই
রানঅফ নির্বাচনের প্রার্থীরা
প্রেসিডেন্ট নির্বাচনের রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জমে উঠেছে দুই সিনেট আসনের রানঅফ নির্বাচন। সিনেটে কোন দল আধিপত্য বিস্তার করবে তা নির্ধারণ হবে এ নির্বাচনের ফলে। তাই আসন দুটি পেতে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলই মরিয়া হয়ে উঠেছে।
২০২১ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ইতোমধ্যে শুরু হয়েছে আগাম ভোট। নির্বাচনকে কেন্দ্র করে দুই শিবিরই জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
গত ৩ নভেম্বরের নির্বাচনে কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পাওয়ায় জর্জিয়ায় রানঅফ নির্বাচন ঘোষণা করা হয়। রাজ্যের আইন অনুযায়ী, বিজয়ী হতে কাস্টিং ভোটের শতকরা ৫০ ভাগ ভোট পেতে হয় সিনেট প্রার্থীদের।
মার্কিন উচ্চকক্ষ সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে রয়েছে ৫০টি আসন। প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের আসন ৪৮টি। বাইডেনের হোয়াইট হাউসে নির্বিঘ্নভাবে কাজ করতে হলে সিনেটে একক সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ডেমোক্র্যাটরা জর্জিয়ার আসন দুটি পেলে সিনেটে তখন দুই দলের আসন হবে সমান। তখন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের টাই ব্রেকিং ভোটের জোরে ডেমোক্র্যাটরা সিনেটে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে।
বিজ্ঞাপন
অন্যদিকে, রিপাবলিকানরা চাইছে অত্যন্ত একটি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ রাখতে।
নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন ইতোমধ্যে একদফা নিজ নিজ প্রার্থীর পক্ষে জর্জিয়ায় প্রচারণা চালিয়েছেন। আগামী সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারে জর্জিয়া সফরের কর্মসূচি রয়েছে।
রানঅফ নির্বাচনে একটি আসনে রিপাবলিকান সিনেটর ডেভিড প্রারডুর প্রতিদ্বন্দ্বী তার অর্ধেকেরও কম বয়সী জন অসফ। ৭০ বছর বয়সী প্রারডুর বিরুদ্ধে লড়ছেন ৩৩ বছরের ডেমোক্র্যাট জন অসফ।
অন্য আসনে গভর্নর কর্তৃক দুই বছর আগে নিয়োগ পাওয়া বর্তমান সিনেটের কেলী লাফলার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট রাফায়েল ওয়ারনক। দীর্ঘ ২৫ বছর যাবৎ আটলান্টায় কৃষ্ণাঙ্গ ধর্ম যাজক হিসাবে কাজ করা রাফায়েল ৩ নভেম্বর লাফলারের চাইতে বেশী ভোট পেলেও ৫০ শতাংশের মার্জিন অতিক্রম করতে ব্যর্থ হন।
গত ৩ নভেম্বরের নির্বাচনে ডেভিড প্রারডু ২৪ লাখ ৬২ হাজার ৬১৭ ভোট পান। যা মোট ভোটের ৪৯ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে জন অসফ পান ২৩ লাখ ৭৪ হাজার ৫১৯ ভোট। অর্থাৎ ৪৭ দশমিক ৭ শতাংশ।
অপর আসনে রাফায়েল ওয়ারনক পান ১৬ লাখ ১৭ হাজার ৩৫ ভোট। যা মোট ভোটের ৩২ দশমিক ৯ শতাংশ। লাফলার ডান ১২ লক্ষ ৭৩ হাজার ২১৪ ভোট। অর্থাৎ তিনি ২৫ দশমিক ৯ শতাংশ ভোট পান।
৩ নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ডেমোক্রেটিক পার্টি ইতোমধ্যেই নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টিটিভস এর নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। তাদের এখন উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ প্রয়োজন । তবেই বাইডেন-হ্যারিস সরকারকে রাষ্ট্র চালাতে অন্য কারও ওপর নির্ভর করতে হবে না।
লস্কর আল মামুন/এসআরএস