কোটি টাকারও বেশি জরিমানা সংগ্রহ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতীয় রেলের এক নারী চেকার। 

ভারতীয় গণমাধ্যম বাংলা হান্টের খবরে বলা হয়, ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম কোনও নারী টিকিট চেকার এত টাকা জরিমানা সংগ্রহ করলেন। এই সাফল্যের কারণে নারী টিকিট চেকারকে স্বীকৃতি দিয়েছে রেল মন্ত্রণালয়।

রোজালিন আরোকিয়া মেরি নামের ওই নারী দক্ষিণ রেলের টিকিট পরিদর্শক। তিনি এখন রেল কর্মীদের কাছে এক দৃষ্টান্ত। এই নারী টিকিট পরীক্ষক বেআইনিভাবে রেল সফল করার জন্য যাত্রীদের কাছ থেকে মোট ১ কোটি ৩০ হাজার টাকা(ভারতীয় মুদ্রায়) জরিমানা আদায় করেছেন।

অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই কর্মীর প্রশংসা করেছে ভারতের রেল কর্তৃপক্ষ। সঙ্গে একটি ছবিও পোস্ট করা হয়েছে।

সেই ছবিতে দেখা যাচ্ছে, রোজালিন আরোকিয়া মেরি একটি ট্রেনে যাত্রীদের টিকিট পরীক্ষা করছেন। ইতোমধ্যেই রেলের এই টুইটটি বেশ ভাইরাল হয়েছে।

এমজে