ভারতীয় সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌর স্টেজ টু ইনভেসিভ ক্যানসারে আক্রান্ত। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অসুস্থতার কথা শেয়ার করে সিধুপত্নী লিখেছেন, ‘তিনি (নভজ্যোত সিং সিধু) এ সময়ে জেলে বন্দী এমন এক অপরাধের দায়ে, যা তিনি কখনো করেননি। এ পরিস্থিতিতে তিনি প্রতিদিন তার স্বামীর জন্য অপেক্ষা করছেন এবং স্বামীর থেকেও বেশি যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন।’

এরপর আরও একটি টুইট করে তিনি লিখেছেন, ‘তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু বারবার তুমি প্রাপ্য ন্যায় থেকে বঞ্চিত হয়েছ। সত্য অনেক শক্তিশালী। কিন্তু এটি বারবার তোমার পরীক্ষা নিচ্ছে। কলিযুগ।’ সেদিন তার অস্ত্রোপচার, সে কথাও লিখেছেন নভজ্যোত কৌর। তার কথায়, ‘এর জন্য কেউ দায়ী নন। কারণ এটি ঈশ্বরের ইচ্ছে। নিখুঁত।’

উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে নভজ্যোত সিং সিধু ভারতের পাতিয়ালা সেন্ট্রাল জেলে বন্দী রয়েছেন। ৩৪ বছরের পুরনো গুরনাম সিং হত্যার মামলায় সুপ্রিম কোর্টে দোষী প্রমাণিত হন তিনি।

এফকে