ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন দুই ইসরায়েলি তরুণী। শুক্রবার (৭ এপ্রিল) ইসরায়েলের অবৈধ বসতি হামরায় এ ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামরায় তিন নারীকে বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক বন্দুকধারী। এরপর সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। এরমধ্যে দু’জনকে সেখানেই মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অপর এক নারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজ জানিয়েছে, নিহত দু’জন সম্পর্কে বোন ছিলেন। আর আহত নারী তাদের মা।

নিহত দু’জনের বয়সই ২০ বছরের কাছাকাছি। অপরদিকে আহত নারীর বয়স ৪৫ বছর হবে বলে জানিয়েছে প্যারামেডিক সংস্থা দ্য মেগান ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিস।

প্রথমে ধারণা করা হয়েছিল, হামলাকারীর গাড়ির সঙ্গে ইসরায়েলিদের বহনকারী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে। কিন্তু সেনারা সেখানে উপস্থিত হয়ে দেখতে পান গাড়িতে গুলির চিহ্ন রয়েছে।

আল-আকসা মসজিদে হামলা এবং এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলার কারণে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন সময়ই দুই ইসরায়েলি নিহত হওয়ার ঘটনা ঘটল। এ নিয়ে এখন সেখানে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে তারা।

সূত্র: আল জাজিরা

এমটিআই