কিশোরের ঠোঁটে চুম্বন করে বিতর্কে দালাই লামা (ভিডিও)
এক কিশোরের ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল। বৌদ্ধ সন্ন্যাসীর বলা কয়েকটি কথা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
তাকে বলতে শোনা যায়, ‘তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে’? তবে, ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
বিজ্ঞাপন
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ঘটনাটি একটি ভরা সভার। দলাই লামার পাশে বসে রয়েছেন একাধিক বৌদ্ধ সন্ন্যাসী। ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত দলাইকে সম্মান জানাতে এসেছিল ওই কিশোর। তখনই তার চিবুক ধরে ঠোঁটে চুম্বন করেন ধর্মগুরু। এরপরই নিজের জিভটি বের করেন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?’
ভিডিও প্রকাশ্যে আসতেই দুনিয়াজুড়ে দালাই লামার ভক্তরা প্রবল অস্বস্তিতে পড়েছেন। অনেকেই বুঝতে পারছেন না, কিশোরের সঙ্গে এমন আচরণ কেন করলেন আধ্যাত্মিক গুরু! কেউ কেউ শিশু নির্যাতনের অভিযোগ এনেছেন।
বিজ্ঞাপন
— Joost Broekers (@JoostBroekers) April 8, 2023
এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দালাই লামা এক ভারতীয় কিশোরকে চুম্বন করছেন। এমনকি, তার জিভ স্পর্শ করতে চাইছেন। তাকে স্পষ্ট উচ্চারণ করতে শোনা যাচ্ছে কথাটা, কিন্তু উনি কেন এটা করলেন?
এর আগেও বিতর্কে জড়িয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামা। নিজের উত্তরসূরি বেছে নেওয়া প্রসঙ্গে বলেছিলেন, যদি কোনো নারী দালাই লামা হন, তবে তাকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে। সেই ঘটনা ছিল ২০১৯ সালের। এবার অভিযোগ অবশ্য গুরুতর।
ওএফ