ইসরায়েলের পতাকা খুলে ফেলল কাক, ভিডিও ভাইরাল
ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর এলাকার একটি ভবনের উড়ছিল ইসরায়েলের পতাকা। সহসা একটি কাক এসে বসল পতাকাদণ্ডটির মাথায়, তারপর চঞ্চু বা ঠোঁট দিয়ে নাড়াচাড়া করা শুরু করল পতাকাটি।
এই নাড়াচাড়ার এক পর্যায়ে দণ্ডটি থেকে খুলে উড়ে গেল পতাকা, তারপরও সেখানে বেশ কিছুক্ষণ বসেছিল কাকটি।
বিজ্ঞাপন
গতকাল ১ মে ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরের কোনো শহরে ঘটনাটি ঘটার সময় স্থানীয় এক বাসিন্দা সেটির ভিডিচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওচিত্র।
— Doc Jazz (@docjazzmusic) April 29, 2023
সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে যে ভিডিওটি টু্ইট হয়েছে, সেখানে কাকটির প্রতি বাহবা ও প্রশংসাসূচক কিছু কণ্ঠস্বর শোনা গেছে। এ থেকে বোঝা যায়, কাকটি যখন ইসরায়েলের পতাকাটি খুলছিল— সে সময়ে ওই ভবনটির আশপাশে বেশ কয়েকজন এই দৃশ্যটি দেখছিলেন এবং নিজেদের মুগ্ধতা প্রকাশ করছিলেন।
বিজ্ঞাপন
অনলাইনে ভাইরাল এই ভিডিওটি নিয়ে অনেক নেটিজেন মজা করেছেন; আবার অনেকে বলছেন, এ ঘটনার মাধ্যমে কাকটি সম্ভবত 'শিক্ষা' দিতে চেয়েছে আমাদের সবাইকে।
এক নেটিজেন মন্তব্য করেছেন: 'একটি স্মার্ট ফিলিস্তিনি ‘ইহুদিবিরোধী’ কাক…'
ফিলিস্তিনি চিকিৎসক ও লেখক তারিক সাদিদ টুইট করা সেই ভিডিওর মন্তব্য সেকশনে লিখেছেন— 'ফিলিস্তিনের পশুপাখিরাও সামরিক জায়নবাদী ধ্বংসযজ্ঞের বিরোধী।' কাকটিকে তিনি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।
ইসরায়েলি সাংবাদিক নির হ্যাসন মন্তব্য সেকশনে লেখেন, ‘(এই ঘটনার মধ্যে দিয়ে) নিঃসন্দেহে ঈশ্বর আমাদের কোনো ইশারা দিয়েছেন। কিন্তু তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন— এখনও স্পষ্ট নয়।’
এসএমডব্লিউ