কয়লা ব্যবসায়িক বিভাগে শক্তিশালী পারফরম্যান্সের কারণে চতুর্থ প্রান্তিকে দ্বিগুণেরও বেশি মুনাফা হয়েছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের। 

বৃহস্পতিবার (৪ মে) কোম্পানি জানিয়েছে, ৩১ মার্চ শেষ হওয়া চতুর্থ প্রান্তিকে সমন্বিত মুনাফা হয়েছে ৭.২২ বিলিয়ন ভারতীয় রুপি, যা গত বছরের একই সময়ে ছিল ৩.০৪ বিলিয়ন রুপি।

এই প্রান্তিকে কয়লার দাম কমে গেলেও, ট্রেডিং ব্যবসায় উচ্চ ভলিউম এবং সেই সঙ্গে খরচ অপটিমাইজেশন থেকে লাভ হয়েছে, যা মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

কোম্পানি জানিয়েছে, চলতি বছর কয়লার চাহিদা বেড়েছে কারণ গ্রীষ্মকালীন বিদ্যুৎ খরচ বৃদ্ধির প্রত্যাশায় বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানি মজুত করেছে।

এদিকে মুনাফা বাড়ার খবরে এদিন শেয়ার বাজারে আদানির কোম্পানির শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। 

সূত্র : এনডিটিভি

জেডএস