মাস্ক ব্যবহারে অনীহা স্থানীয়দের

কাঠমান্ডুর ব্যস্ততম এলাকা নাক্সাল। সকাল থেকেই দৈনন্দিন কাজে এ এলাকা দিয়ে নেপালিদের প্রতিনিয়ত ছুটে চলা। এই ব্যস্ত সড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান করে দেখা গেছে, কেউ মাস্ক পরেছেন, কেউ মাস্ক এমনিতে ঝুলিয়ে রেখেছেন আবার অনেকে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন।

স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের অনেককে সঠিকভাবে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। সাধারণ নাগরিকদের মধ্যে অনেকেই মাস্ক ছাড়াই চলাফেরা করছেন। নাক্সাল রোডে কয়েকটি ওষুধের দোকান রয়েছে। দুই-তিনটি দোকান ঘুরে দেখা গেছে, মাস্কের কাটতি কম। রমেশ আগরওয়াল নামে এক ওষুধ ব্যবসায়ী বলেন, দিনে এখন সর্বোচ্চ ১৫টির মতো মাস্ক বিক্রি হয়।

বাংলাদেশে সার্জিক্যাল মাস্কের পাশাপাশি কাপড়ের মাস্কের প্রচলন বাড়লেও নেপালে এখনও সবাই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছেন। সার্জিক্যাল মাস্কের দাম সম্পর্কে ওই ব্যবসায়ী বলেন, `প্রতিটি মাস্ক ১০ রুপিতে (নেপালি) বিক্রি করি। কেউ যদি পরিমাণে বেশি নেন, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি।' 

নাক্সাল রোডের স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কাঠমান্ডুতে অধিকাংশ মানুষই মাস্ক পরতে অনাগ্রহী। মাস্ক না পরার কারণ হিসেবে তাদের অভিমত, করোনা তাণ্ডব ইতোমধ্যে শেষ এবং করোনাকে তারা গুরুত্ব দিচ্ছেন না। আবার অনেকে মনে করেন, খাদ্যাভ্যাস ও শারীরিক সক্ষমতার জন্য তারা বেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে নেই।

কাঠমান্ডু শহরে মোটরসাইকেলের প্রচলন ব্যাপক। নারী-পুরুষ উভয়ে সমানভাবে মোটরসাইকেল ব্যবহার করেন। মোটরসাইকেল ব্যবহারকারীদের অধিকাংশই মাস্ক ব্যবহার করেন।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, কাঠমান্ডু শহরে ধুলো ওড়ে অনেক। মোটরসাইকেল চালালে ধুলোয় পড়ার সম্ভাবনা বেশি। করোনার পাশাপাশি ধুলো থেকে বাঁচতে মাস্ক পরছেন অনেকে।

বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঠমান্ডুতে মাস দুয়েক আগে খুলেছে স্কুল-কলেজ। শিক্ষার্থী ও অফিসিয়াল কাজে যুক্তদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা বেশি দেখা গেছে।

নাক্সালের কয়েকজন বাসিন্দা বলেন, সরকার মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছে। কিন্তু এর কোনোটিই মানছেন না স্থানীয়রা। 

এদিকে, করোনাকালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে নেপাল। আজ শুরু হচ্ছে টুর্নামেন্ট। নেপালিরা ফুটবলপ্রিয়। দশরথ স্টেডিয়ামে নেপালের ম্যাচে দর্শকদের ঢল নামা সময়ের অপেক্ষা মাত্র। তবে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে গ্যালারিতে আসা সব দর্শকের মাস্ক পরা বাধ্যতামূলক।

দক্ষিণ এশিয়ায় করোনা সংক্রমণের হার বেড়েই চলছে। বাংলাদেশে গত কয়েক মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা এখন আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন। এ পরিস্থিতিতে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। 

এজেড/এসকেডি/এমএমজে