কেনিয়ার আমবোসেলি জাতীয় পার্ক

আফ্রিকার দেশ কেনিয়ার দক্ষিণাঞ্চলের আমবোসেলি জাতীয় পার্কের ছয়টি সিংহকে মেরে ফেলেছে স্থানীয় সাধারণ জনতা। বিপন্ন এ প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা করা হয়— এটি সেই প্রচেষ্টার ওপর বড় একটি ধাক্কাই। এছাড়া দেশটির পর্যটন খাতের জন্যও বিষয়টি দুঃসংবাদ। আফ্রিকার দেশগুলোর মধ্যে যেসব দেশ পর্যটননির্ভর সেগুলোর মধ্যে কেনিয়া অন্যতম।

কেনিয়ার ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডব্লিউএস) জানিয়েছে, এসব সিংহকে মেরা ফেলা হয়েছে কারণ এগুলো জাতীয় পার্কের আশপাশের গ্রামের মানুষের গৃহপালিত প্রাণী এবং পোষা কুকুরের ওপর আক্রমণ করেছিল।

সংস্থাটি শনিবার (১৩ মে) এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ গত সপ্তাহে চারটি সিংহ হত্যার স্বীকার হয়েছে।’

ওয়াইল্ডলাইফ সার্ভিস আরও জানিয়েছে, সাধারণ মানুষ ও এসব প্রাণীর মধ্যকার দ্বন্দ্ব নিরসনে তারা স্থানীয় কমিউনিটির সঙ্গে বৈঠক করেছে। কিন্তু দুই পক্ষ এতে কী সমাধানে পৌঁছেছে সেটি জানানো হয়নি।

কেনিয়ায় যেসব প্রাকৃতিক জীববৈচিত্র সংরক্ষণাগার রয়েছে সেগুলোর আশপাশের বাসিন্দারা প্রায়ই অভিযোগ করেন সিংহ এবং অন্যান্য হিংস্র প্রাণী তাদের গৃহপালিত প্রাণী মেরে ফেলে।

কেনিয়ার যে আমবোসেলি জাতীয় পার্কে ছয়টি সিংহ মেরে ফেলার ঘটনা ঘটেছে সেটি ৩৯ হাজার ২০৬ হেক্টর বিস্তৃত একটি পার্ক। সিংহ ছাড়াও এখানে হাতি, চিতা, বন্য মহিষ এবং জিরাফের বসবাস রয়েছে।

সূত্র: রয়টার্স

এমটিআই