দুবাইয়ের উপশাসকের মৃত্যু, ১০ দিনের শোক ঘোষণা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উপশাসক এবং দেশটির অর্থ ও শিল্পমন্ত্রী শেখ হামদান বিন রশিদ আল মাকতুম মারা গেছেন। তার ভাই দেশটির প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় শেখ হামদানের মৃত্যুর তথ্য জানান তিনি। শেখ হামদানের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ সময় দুবাইয়ে পতাকা অর্ধ-নমিত এবং সরকারের সব বিভাগ এবং প্রতিষ্ঠানে তিনদিন কাজ স্থগিত থাকবে; যা শুরু হবে বৃহস্পতিবার থেকে।
বিজ্ঞাপন
বুধবার মাগরিবের নামাজের পর দুবাইয়ের বিভিন্ন মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারির কারণে শেখ হামদানের জানাজায় মানুষের উপস্থিতি সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
আমিরাতের স্থানীয় দৈনিক দ্য ন্যাশনাল বলছে, ৭৫ বছর বয়সী শেখ হামদান গত কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন। গত ৯ মার্চ দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার অসুস্থ ভাইয়ের জন্য দোয়া কামনা করে টুইট করেন।
বিজ্ঞাপন
— HH Sheikh Mohammed (@HHShkMohd) March 24, 2021
দুবাইয়ের উপশাসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ, দেশটির সশস্ত্র বাহিনীর উপ-প্রধান।
১৯৪৫ সালের ২৫ ডিসেম্বর শেখ হামদান জন্মগ্রহণ করেন। আমিরাতের প্রয়াত শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের দ্বিতীয় সন্তান তিনি। দুবাইয়ের স্কুলে শিক্ষাজীবন শুরু হয়েছিল তার। দুবাইয়ের আল-আহলিয়া স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করেন তিনি। পরে ক্যামব্রিজের বেল স্কুল অব ল্যাঙ্গুয়েজ থেকে স্নাতক করেন।
১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রথম অর্থ ও শিল্প মন্ত্রীর দায়িত্ব পান তিনি; মৃত্যুর আগে পর্যন্ত এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।
এসএস