অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে মাত্র ৯ মাইল দক্ষিণের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক স্বাস্থ্য সংস্থা।

হাসপাতালের মুখপাত্র জানান, আগুনের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৩৩টি গাড়ি, ১৭০জন দমকলকর্মী এবং একটি রেড ক্রস দল কাজ করেছিল। প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়, অগ্নিকাণ্ডে আহত রোগীদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সূত্র- বাসস

এমজে