ফের একবার মুখোমুখি ভারত ও চীন। বুধবার নয়া দিল্লিতে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো-অর্ডিনেশনের (ডাব্লিউএমসিসি) ২৭তম বৈঠকে মুখোমুখি হলো দুই পক্ষ।

এতে চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বাউন্ডারি অ্যান্ড ওশিয়ানিক অ্যাফেয়ার্স’ এর ডিজি। নয়া দিল্লিতে এই বৈঠকে স্বভাবতই উঠে আসে সীমান্ত সম্পর্কিত বিষয়।

সীমান্ত পরিস্থিতির পাশাপাশি পূর্ব লাদাখের যেসব এলাকায় ডিসএনগেজমেন্ট বাকি রয়েছে সেনার সেসব দিক নিয়েও আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানানো হয়েছে, এই আলোচনা ‘খোলাখুলিভাবে হয়েছে’। 

আলোচনায় বারবার উঠে এসেছে শান্তি স্থাপনের বিষয়টি। বলা হয়েছে, শান্তি ও স্থিতাবস্থা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করবে। ওই বিষয়ে আলোচনা সাপেক্ষে লাদাখে সিনিয়র কমান্ডার স্তরের ১৯তম বৈঠকে বসার বিষয়ে সহমত পোষণ করেন দুই পক্ষের প্রতিনিধিরা। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ের এই বৈঠকে দুই পক্ষই সেনা ও কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে যেতে সহমত পোষণ করে। যাকে দুই দেশের স্থির করা লক্ষ্যমাত্রা বাস্তবের রূপ পায়, সেই নিরিখেই এই পদক্ষেপ।

ওএফ