মধ্যপ্রদেশের সেহোরে ৩০০ ফুট গভীর কুয়োতে পড়ে যাওয়া সৃষ্টি নামের সেই শিশুকে জীবিত উদ্ধার করা গেল না। ৫০ ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত মঙ্গলবার দুপুর ১টার দিকে সেহোরের মুঙ্গাভালি গ্রামে শিশু কুয়োতে পড়ে যাওয়ার এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শিশুটিকে সেখান থেকে তোলা হয়েছে। 

এ ঘটনায় ওই কুয়োর মালিক এবং কুয়ো খননে জড়িত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে সেহোর। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শিশুটির দেহে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য সেই দেহ পাঠানো হয়েছে। 

জানা গিয়েছে, শিশুটি প্রথমে ৪০ ফুট গভীরে পড়ে গিয়েছিল। এর পর উদ্ধারের জন্য মাটি খননের বিভিন্ন যন্ত্রপাতি আনা হয়। সেই যন্ত্রচালনার ভাইব্রেশনে শিশুটি আরও ১০০ ফুট গভীরে পড়ে যায়।

শিশুটির উদ্ধারের জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি কাজে নামে সেনারাও। তাদের সঙ্গে যোগ দেন রোবট বিশেষজ্ঞরাও। আনা হয়েছিল ১২টি মাটি সরানোর যন্ত্র (আর্থ মুভারস)।

এমএ