পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ
আট দফায় অনুষ্ঠিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন। শনিবার (২৭ মার্চ) রাজ্যটিতে প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা, গণ্ডগোল ও অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই শনিবার ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ।
শনিবার পাঁচটি জেলার ৩০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনশেষে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বেশ কয়েকটি ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।
বিজ্ঞাপন
প্রথম দফার ভোটগ্রহণ শেষে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইও) আরিজ আফতাব সাংবাদিকদের বলেন, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া, বিধানসভা নির্বাচনের প্রথম দফা শান্তিপূর্ণই ছিল। বিকেল ৫টা পর্যন্ত পাঁচ জেলায় ৩০ আসনে ৭৯ দশমিক ৭৯ শতাংশ ভোট পড়েছে।
এর আগে শনিবার সকাল ৭টা থেকে নিয়ম মেনে শুরু হয় ভোটগ্রহণ। তবে ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যে বিভিন্ন জায়গায় প্রায় ৯০টি ইভিএম সমস্যার খবর পাওয়া যায়। পরে সেগুলো বদল করে ভোট গ্রহণ শুরু হয়।
বিজ্ঞাপন
বিকেল পাঁচটা পর্যন্ত সার্বিকভাবে ভোট পড়েছে ৭৯ দশমিক ৭৯ শতাংশ। পশ্চিম মেদিনীপুরের ভোট পড়েছে ৮০ দশমিক ১২ শতাংশ, ঝাড়গ্রামে ৮১ দশমিক ৫০ শতাংশ, পুরুলিয়ায় ৭৭ দশমিক ১৩ শতাংশ, বাঁকুড়ায় ৭৯ দশমিক ৯০ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের ভরকেন্দ্র হয়ে ওঠা পূর্ব মেদিনীপুরে, ৮২ দশমিক ৪২ শতাংশ।
এবারের ভোট নিয়ে পূর্ব মেদিনীপুরে শুরু থেকেই স্নায়ুযুদ্ধ চলছিল। তারই বহি:প্রকাশ হয় শনিবার শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি নেতা সৌমেন্দুর গাড়িতে হামলার মধ্য দিয়ে। কাঁথিতে তার গাড়ির কাচ ভাঙা হয়, এমনকি তার গাড়ির ড্রাইভারকেও মারধর করা হয় বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি।
হামলা হয়েছে বাম নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চা প্রার্থী সুশান্ত ঘোষের ওপরও। সেখানেও অভিযুক্ত রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ায় তৃণমূলের এক প্রার্থীকে টিভি ক্যামেরার সামনেই বিরোধীদের হুমকি দিতে দেখা গেছে। তিনি বলেছেন, গুলি মেরে দেব। নির্বাচন কমিশন ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে।
আবার খেজুরিতে সংঘর্ষে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মাথা ফেটেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি এই কাজ করেছে। পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় একই অভিযোগ করেছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি বলে পরিচিত।
এদিন সবচেয়ে বেশি উত্তেজনা ছিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সকাল থেকেই তৃণমূল অভিযোগ করে, প্রচুর বাইরের লোক ঢুকিয়েছে বিজেপি। তাদের বুথে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা সমানে ছাপ্পা ভোট দিয়ে যাচ্ছে। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল নেতারা নির্বাচন কমিশনের কাছে গিয়েও নালিশ জানায়।
এর আগে ভোটের দিন সকালেই কোশিয়ারিতে এক বিজেপি কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মঙ্গল সোরেন। এ বিষয়ে রাজ্যের ডিজি জগমোহন শনিবার সাংবাদিকদের জানান, ‘তদন্ত শুরু হয়েছে। নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা রুজু করা হয়েছে।’
এর আগে পশ্চিমবঙ্গবাসীকে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া সকল ভোটারকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
টিএম