ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬টি আসনে জয়ের দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা অমিত শাহ। রোববার (২৮ মার্চ) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তবে অমিত শাহের ওই দাবি খারিজ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত শনিবার প্রথম দফায় পশ্চিমবঙ্গের ৩০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে মোট ৮ দফায় নির্বাচন শেষ হবে ২৯ এপ্রিল। ফল ঘোষণা হবে ২ মে।

রোববার অমিত শাহ দাবি করেন, ‘ভোটের পরে আমি রাজ্য ও জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। তাতে আমি বলতে পারি প্রথম দফায় ভোট হওয়া ৩০টি আসনের মধ্যে ২৬টি আসনই জিতবো।’

তার দাবি, ‘আমরা বড় ব্যবধানে জিতবো। আমাদের জয়ের ব্যবধানও বাড়বে। আসনও বাড়বে। এর স্পষ্ট ইঙ্গিত আমরা পেয়েছি। পশ্চিমবঙ্গে ২০০-এর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে।’

এদিকে অমিত শাহের পাল্টা জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২৬টি কেন, ৩০টিই বলো না। তবেই তো গোল্লা বাড়বে। রসগোল্লা খাবে, রস ছাড়া রসগোল্লা। বলছে, ৩০টির মধ্যে ২৬টি পাবে! চারটে বাকি রাখলে কেন? সিপিএম আর কংগ্রেসের জন্যে? আমি কোনো নম্বর বলব না। কারণ আমি জানি, মানুষ আমাদেরই ভোট দিয়েছেন।’

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন বলেছেন, ‘মনস্তাত্ত্বিক খেলা আর কাজে দেবে না। গুজরাটে জিমখানায় গিয়ে আসনসংখ্যা নিয়ে স্টান্টবাজি দেখান। ভুলে যাবেন না এটা বাংলা।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে অমিত শাহের রেকর্ড রয়েছে। তিনি ধারাবাহিকভাবে ভুল বলেন। ২০১৫ থেকে তার ট্র্যাক রেকর্ড দেখলেই স্পষ্ট হবে।’

ডেরেক ও’ ব্রায়েন এ ব্যাপারে বিহার, দিল্লী, রাজস্থান ও মধ্যপ্রদেশে নির্বাচনের ফল উল্লেখ করে অমিত শাহের ভবিষ্যৎবাণীকে নাকচ করে দিয়েছেন।

টিএম