পায়ের অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাসপাতালে না থাকলেও তাকে কড়া নিয়মকানুন মেনে চলতে হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, মমতার পায়ের লিগামেন্ট অর্থাৎ পেশিতন্তুর আঘাত সারাতে অস্ত্রোপচার করতে হয়েছে। তাই আপাতত হাঁটাচলার ক্ষেত্রে বিধিনিষেধ মেনে চলতে হবে তাকে। পাশাপাশি বিশ্রামেও থাকতে হবে। কতটা বিশ্রাম, তা স্পষ্ট করেননি চিকিৎসকেরা। কত দিনের বিশ্রাম তাও জানাতে চাননি।

এদিকে শনিবার পঞ্চায়েত ভোট। তার আগে পায়ের অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা। দুপুরে হেঁটেই ঢোকেন হাসপাতালে। যদিও সামান্য খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। কিন্তু সন্ধ্যায় যখন হাসপাতাল থেকে মমতা বেরে হন, তখন তিনি হুইলচেয়ারে। 

গত ২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে বাম পা এবং কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিনই তাকে তড়িঘড়ি এসএসকেএমে আনা হয়েছিল। পরে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান চিকিৎসক রাজেশ প্রামাণিক এবং রেডিয়োলজির প্রধান চিকিৎসক অর্চনা সিংহের তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু হয়। এমআরআই-এ দেখা যায়, বাম হাঁটুর লিগামেন্ট এবং হিপ জয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। হাঁটুতে পানি জমার চিহ্নও রয়েছে। কিন্তু সেদিন চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও সেই প্রস্তাবে রাজি হননি মুখ্যমন্ত্রী। বরং তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেন।

কিন্তু বাড়িতে নিয়মিত ফিজিওথেরাপি করার পরও চিকিৎসকেরা জানিয়ে দেন, লিগামেন্টের চোটের সমস্যা দূর করতে অস্ত্রোপচার (প্রসিডিওর) করার প্রয়োজন। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হন।

সূত্র : আনন্দবাজার

জেডএস