চেয়ারে বসা নিয়ে সিনেমা হলে বৃদ্ধকে ব্যাপক মারধর (ভিডিও)
সিনেমা হলের সামনের চেয়ারে বসা নিয়ে যুক্তরাষ্ট্রে এক বৃদ্ধকে ব্যাপক মারধর করা হয়েছে। সংবাদমাধ্যম ফক্সনিউজ জানিয়েছে, গত ১০ জুলাই ফ্লোরিডার একটি হলে এ ঘটনা ঘটে।
সেখানকার স্থানীয় পুলিশ সেদিনকার ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখ যাচ্ছে, এক কৃষ্ণাঙ্গ যুবক শেতাঙ্গ বৃদ্ধকে উপর্যুপুরি কিলঘুষি মারছেন। ওই সময় বৃদ্ধ মাটিতে পড়ে যান। কৃষ্ণাঙ্গ যুবকের সঙ্গে একজন নারীকেও দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে ওই নারী তার স্ত্রী।
বিজ্ঞাপন
মারধরের শিকার ৬৩ বছর বয়সী বৃদ্ধ জানিয়েছেন, ওইদিন সিনেমা দেখতে স্ত্রীকে নিয়ে হলে গিয়েছিলেন তিনি। দুটি ভিআইপি টিকেট কিনে ভেতর ঢুকে দেখেন তাদের আসনে ওই দুজন বসে আছেন। তখন বিনয়ীভাবে আসন ছেড়ে দিতে বলেন। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে দাঁড়িয়ে তাকে শাসাতে থাকেন। যখন তিনি একটু পিছিয়ে গিয়ে সিড়িতে ধাক্কা লেগে পড়ে যান তখন তাকে ঘুষি মারতে থাকেন ওই যুবক। তখন আশপাশের সবাই ছুটে গিয়ে হামলাকারীকে নিবৃত করেন।
এমন কাণ্ড ঘটিয়ে হল থেকে দ্রুত সটকে পড়েন ওই দুইজন। এ ঘটনার ভিডিও প্রকাশ করে ওই যুবকের পরিচয় খুঁজে বের করতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
— Joseph Morris (@JosephMorrisYT) July 20, 2023
সূত্র: ফক্সনিউজ
এমটিআই