ধারাবাহিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর সামরিক অভিযানের নিন্দা করেছেন দিমিত্রি গ্লুকভস্কি (ফাইল ছবি)

ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের নিন্দা করায় রুশ এক লেখককে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ওই লেখকের নাম দিমিত্রি গ্লুকভস্কি। তিনি রাশিয়ার একজন শীর্ষস্থানীয় বিজ্ঞান কথাসাহিত্যিক।

গ্লুকভস্কি সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা করেছিলেন। মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় মস্কোর ইউক্রেন আক্রমণের নিন্দা করার জন্য সোমবার রাশিয়ার একটি আদালত নেতৃস্থানীয় বিজ্ঞান কথাসাহিত্যিক দিমিত্রি গ্লুকভস্কিকে আট বছরের কারাদণ্ড দিয়েছে। এদিন অবশ্য আদালতে উপস্থিত ছিলেন না তিনি।

এএফপি বলছে, দিমিত্রি গ্লুকভস্কি রাশিয়ার বাইরে থাকেন এবং তিনি তার মেট্রো-২০৩৩ (Metro-2033) উপন্যাসের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া এই উপন্যাসটি একটি জনপ্রিয় ভিডিও গেমের ভিত্তি হিসেবেও ব্যবহৃত হয়েছে।

৪৪ বছর বয়সী শীর্ষস্থানীয় বিজ্ঞান কথাসাহিত্যিককে রাশিয়া ইতোমধ্যেই ‘বিদেশি এজেন্ট’ হিসাবে আখ্যায়িত করেছে এবং রাশিয়ান সেনাবাহিনী সম্পর্কে ‘ভুয়া তথ্য’ ছড়ানোর জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে।

এএফপি বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সৈন্য পাঠানোর পরপরই গৃহীত একটি আইনের অধীনে দিমিত্রি গ্লুকভস্কিকে শাস্তি দেওয়া হয়েছে। আর এই আইনটিকে ইউক্রেনে রুশ আক্রমণের সমালোচনাকে দমন করতে ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করেন গ্লুকভস্কি। গত মাসের শেষের দিকে ওডেসায় রাশিয়ান হামলার পর তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিন্দা জানিয়ে ওই পোস্টটি করেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার সংঘাত শুরু হওয়ার বার্ষিকীতে রুশ এই ঔপন্যাসিক সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন: ‘এক বছর আগে, আমি সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলাম যে এই যুদ্ধটি রাশিয়া এবং আমাদের জনগণের জন্য যেমন ধ্বংসাত্মক তেমনি এটি আমি যে জাতিকে ভালোবাসি সেই ইউক্রেনের জন্যও মারাত্মক এবং ধ্বংসাত্মক।’

এছাড়াও রাশিয়ার কারাগারে আটক বিরোধী রাজনীতিবিদ আলেক্সি নাভালনির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গ্লুকভস্কি। গত সপ্তাহে নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার নাভালনির দল বলেছে, পুতিনের এই সমালোচককে আবারও নির্জন কারাগারে রাখা হয়েছে।

আলেক্সি নাভালনি নিজেও কারাগারের ভেতর থেকে ইউক্রেনে রুশ আক্রমণের নিন্দা করেছেন।

রাশিয়া অবশ্য ইউক্রেনে তার আগ্রাসনের সমালোচনাকারী ভিন্নমতের ব্যক্তিদের বিরুদ্ধে নজিরবিহীন দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। এর আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের সমালোচনা করায় চলতি বছরের মার্চে এক শিক্ষার্থীকে সাড়ে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন এবং এর জেরেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এর আগে একই কারণে গত বছরের আগস্টে একজন রাজনীতিককে আটক করেছিল রুশ কর্তৃপক্ষ। রুশ ওই রাজনীতিক ক্রেমলিনের সমালোচক হিসেবে পরিচিত এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।

রাশিয়ায় আটককৃত সেই রাজনীতিকের নাম ইয়েভজেনি রোইজম্যান। তিনি রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরের সাবেক মেয়র। রুশ বার্তাসংস্থা তাস সেসময় জানিয়েছিল, রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে রোইজম্যানের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

২০১২ সালে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে একাধিক বড় বিক্ষোভের পর মেয়র পদে জয়ী হয়েছিলেন তিনি।

টিএম