দুর্যোগের ঘনঘটায় ওয়াশিংটনে সরকারি অফিস বন্ধ
খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারীরা সম্ভাব্য টর্নেডো, ক্ষতির কারণ হতে পারে এমন প্রবল বাতাস এবং ব্যাপক শিলাবৃষ্টি সম্পর্কে সতর্কও করে দিয়েছেন।
এছাড়া বজ্রপাত এবং শক্তিশালী বাতাসের জেরে গাছ উপড়ে পড়ার পর মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় লাখ লাখ বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসি এলাকায় মার্কিন সরকারি কার্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত বিপজ্জনক আবহাওয়ার জেরে সম্ভাব্য টর্নেডো, ক্ষতির কারণ হতে পারে এমন বাতাস এবং ব্যাপক শিলাবৃষ্টি সম্পর্কে পূর্বাভাস প্রদানকারীরা সতর্ক করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ারআউটেজ.ইউএস এর তথ্য অনুযায়ী, ঘন ঘন বজ্রপাত এবং শক্তিশালী বাতাসের জেরে গাছ উপড়ে পড়ার পর পার্শ্ববর্তী মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় প্রায় দুই লাখ বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দক্ষিণ এবং মধ্য আটলান্টিক অঙ্গরাজ্যগুলোতে প্রায় ৮ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার আলাবামা থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চল পর্যন্ত ২৯.৫ মিলিয়নেরও বেশি মানুষ টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। তবে সোমবার স্থানীয় সময় রাত ৯ টা পর্যন্ত তেমন কিছুর খবর পাওয়া যায়নি।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বজ্রঝড়ের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং বাল্টিমোর বিমানবন্দরে গ্রাউন্ডেড ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এফএএ বলেছে, তারা যতটা সম্ভব ঝড় হচ্ছে এমন অঞ্চলগুলোর চারপাশে বিমানগুলোকে চলাচলের রুট বের করে দিচ্ছে।
খারাপ আবহাওয়ার কারণে ওয়াশিংটন এলাকায় অবস্থিত বিভিন্ন লাইব্রেরি, জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, পুল এবং অন্যান্য পৌর ও ফেডারেল পরিষেবাগুলোও তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। ইউএস অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট বলেছে, ফেডারেল তথা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বিকেল ৩টার মধ্যেই চলে যেতে হবে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার বলেছে, যুক্তরাষ্ট্রে ২৬০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ওয়াশিংটনের রিগান জাতীয় বিমানবন্দরের ১০২টি ফ্লাইট এবং ওয়াশিংটন ডুলেস বিমানবন্দরের ৩৫টি ফ্লাইটও রয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে আরও ৭৭০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং এই সাইটটি।
টিএম