আমাকে দমিয়ে রাখা যাবে না: হুমকি জর্ডানের গৃহবন্দি প্রিন্সের
জর্ডানের বাদশাহ ও সৎ ভাই আবদুল্লাহ’র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজপ্রাসাদে গৃহবন্দি সাবেক ক্রাউন প্রিন্স হামজা বিন হুসেইন বেপরোয়া এক অবস্থানে অনড় থেকে বলেছেন যে, তার চলাচলে বিধিনিষেধ সংক্রান্ত যেসব আদেশ দেওয়া হচ্ছে তা তিনি মানবেন না।
জর্ডান সরকার প্রিন্স হামজার বিরুদ্ধে ‘দেশের নিরাপত্তা অস্থিতিশীল’ করার মতো একটি রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে তাকে গৃহবন্দি করে রেখেছে এবং আটক করে রেখেছে কমপক্ষে আরও ১৬ জনকে।
বিজ্ঞাপন
কিন্তু ৪১ বছর বয়সী প্রিন্স হামজা বলছেন, তাকে রাজধানী আম্মানে অবস্থিত রাজপ্রসাদের ভেতরে থাকার আদেশ দেওয়ার মাধ্যমে তার চলাচলের স্বাধীনতা হরণ করা হয়েছে এবং তিনি রাজতন্ত্রের এমন আদেশ মেনে চলবেন না।
রোববার টুইটারে একটি অডিও বার্তায় হামজা বলেন, ‘আমি এখন চলাচল করতে কিংবা বাইরে যেতে চাচ্ছি না কিন্তু যখনই তারা আমাকে বলবে যে, তুমি বাইরে যেতে পারবে না, টুইট করতে পারবে না, কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে না শুধু পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে পারবে তখন তো আমি অবশ্যই এই আদেশ মানবো না।’
বিজ্ঞাপন
১৯৯৯ সালে হামজাকে ক্রাউন প্রিন্স (উত্তরাধিকার) উপাধি দেন জর্ডানের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ। কিন্তু ২০০৪ সালে তিনি ওই উপাধি আবার কেড়ে নেন। আবদুল্লাহর মৃত্যুর পর দ্বিতীয় আবদুল্লাহ বাদশাহ হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ তোলেন রাজতন্ত্রের অন্যতম প্রধান সমালোচক হিসেবে আবির্ভূত হন হামজা।
সবশেষ এই অডিও রেকর্ডিংয়ে হামজাহ আরও বলেন, ‘যখন প্রতিরক্ষা বাহিনীর প্রধান এসে আপনাকে এমন কথা বলবেন তখন আমার মনে হয় এটা খুবই অগ্রণযোগ্য।’ আর তাই তিনি এমন আদেশ মানবেন না বলে জানান।
এএস