ছাত্রকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষককে অভিভাবকদের মারধর!
পড়া না পারায় ছাত্রকে শাস্তি দিয়েছিলেন শিক্ষক। এই ঘটনায় ওই শিক্ষকেই পাল্টা ‘শাস্তি’ দিয়েছেন অভিভাবকরা। স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মারধর করেছেন তারা। এদিকে এমন ঘটনায় হতবাক স্কুল কর্তৃপক্ষ। এতে প্রশ্ন উঠছে—তবে কি ছাত্র পড়া না পারলে কিংবা দুষ্টুমি করলেও শাস্তি দিতে পারবেন না শিক্ষক? ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের কানপুরের।
এদিকে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
বিজ্ঞাপন
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পড়া না পারায় ছাত্রকে ওঠবস করিয়েছিলেন এক শিক্ষক। ছাত্র বাড়িতে গিয়ে সেই কথা অভিভাবকদের জানায়। এর পর স্কুলে হামলা চালান একদল লোক। তারা অধ্যক্ষের রুমে ঢুকে পড়েন। পরে সেই অভিভাবকরা শিক্ষককে ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। সে সময় অধ্যক্ষ ও অন্য শিক্ষকরা অভিভাবকদের হাত থেকে ওই শিক্ষককে বাঁচানোর চেষ্টা করেন। বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাসও দেন। তবুও শিক্ষককে মারধর করা হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে পুলিশ খবর দেন কানপুরের ওই বেসরকারি স্কুলের নিরাপত্তারক্ষীরা। যদিও পুলিশ আসার আগেই অভিভাবকরা স্কুল থেকে চলে যান। এরপর স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে।
এমএসএ