প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কানাডায় মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন ২৩ হাজার ১৪১ জন। বিশ্বের আরও অনেক দেশের মতো কানাডাতেও করোনার প্রকোপ বাড়ছে।  

কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলম্বিয়া, অন্টারিও, মন্ট্রিল এবং আলবার্টাতে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে একাধিক সূত্র কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি নিউজ টরন্টোকে নিশ্চিত করেছে যে, অন্টারিও সরকার একটি স্টে-অ্যাট-হোম অর্ডার সক্রিয়ভাবে বিবেচনা করছে, তবে আদেশটি প্রদেশব্যাপী জারি করা হবে নাকি আঞ্চলিকভাবে কার্যকর হবে তা স্পষ্ট নয়।

অন্টারিওতে গত পাঁচ দিনে প্রায় ১৫ হাজার নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রোগীর চাপও বাড়ছে।

মঙ্গলবার অন্টারিও প্রদেশের ‘প্রিমিয়ার’ ডোগ ফোর্ড বলেন, আমরা আরও বিধিনিষেধ আনতে যাচ্ছি। ভ্যাকসিন সরবরাহ নিয়ে ফেডারেল সরকারের প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি।

এনএফ/জেএস