২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ভারত
ফাইল ছবি
২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর মিশন বাস্তবায়ন করবে ভারত। মঙ্গলবার (১৭ অক্টোবর) এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে তিনি ইন্ডিয়ান স্পেস স্টেশন ২০৩৫ সালের মধ্যে বাস্তবায়ন করারও নির্দেশ দেন।
মঙ্গলবার মোদি ভারতের মহাকাশ গবেষণার নানা দিক খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। মূলত মহাকাশ যান মিশনের নানা দিক নিয়ে আলোচনা হয় সেখানে। বৈঠকে ভারতীয় প্রধামন্ত্রী ভেনাস অরবিটার মিশন ও মার্স ল্যান্ডার বাস্তবায়ন করার ওপরও গুরুত্ব দেন।
বিজ্ঞাপন
বৈঠকে ভারতের মহাকাশ অনুসন্ধান প্রচেষ্টার ভবিষ্যৎ রূপরেখা নিয়েও খোঁজ-খবর নেন মোদি। ইসরোর বিজ্ঞানীরা ও ভারত সরকারের মহাকাশ বিভাগ মহাকাশ যান মিশনের বিষয়ে বিস্তৃত তথ্য জানান। বৈঠকে আরও জানানো হয়, ২০২৫ সালে মহাকাশে তিন জন ভারতীয়কে পাঠাবে ইসরো। তার আগে অন্তত ২০টি মহড়া, তিনটি মানববিহীন মহাকাশ যান মিশন হবে। তার মধ্যে একটি পরীক্ষা হবে দুর্গা-সপ্তমীর দিনই, অর্থাৎ ২১ অক্টোবর। ওইদিন ক্রু এস্কেপ সিস্টেম টেস্ট কারের প্রথম প্রদর্শনী উড্ডয়ন হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, ২০৪০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর মিশন বাস্তবায়িত হলে তা দিয়ে পুরো বিশ্বের মহাকাশ বিজ্ঞানে মাইলফলক তৈরি করবে ভারত। চন্দ্রযান-৩ এর সফলতার পর থেকেই কার্যত নতুন উৎসাহে মহাকাশের নানা অজানা দিক নিয়ে জানতে ঝাঁপিয়ে পড়েছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা।
এসএসএইচ