করোনা: রেকর্ড গড়ে ভারতে নতুন শনাক্ত প্রায় দেড় লাখ
করোনা মহামারিতে পৃথিবীর সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ভারত। দেশটিতে গত চারদিন ধরেই দৈনিক নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে লাখের কোটা। ব্যতিক্রম হয়নি শনিবারও (১০ এপ্রিল)। তবে আশঙ্কার কথা হচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে লাখের ঘর পার হলেও শনিবার তা প্রায় দেড় লাখের কাছাকাছি গিয়ে ঠেকেছে।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় হলেও মৃতের সংখ্যার দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ আক্রান্তের পাশাপাশি উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। সেই সঙ্গে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জনে। আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৭৯৪ জন। ফলে করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জনে।
বিজ্ঞাপন
উদ্বেগ সৃষ্টি করেছে দেশটির বিপুল পরিমাণে বাড়তে থাকা সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৬৭ হাজারেরও বেশি। এতে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১০ লাখ ৪৭ হাজার।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দক্ষিণ এশিয়ার এই দেশটিতে একসঙ্গে এতো বিপুল সংখ্যক করোনা রোগী এবারই প্রথম হলো। গত বছর ১৮ সেপ্টেম্বর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার। এরপর আর অতোটা বাড়েনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তো এই সংখ্যা দেড় লাখেরও নীচে নেমে আসে। তবে এরপর তা আবারও বাড়তে বাড়তে শনিবার প্রায় সাড়ে ১০ লাখে ঠেকেছে।
উল্লেখ্য, ভারতের দৈনিক করোনা সংক্রমণ গত চারদিন ধরেই এক লাখ ছাড়িয়েছে এবং প্রতিদিনই তা আগের দিনের তুলনায় বেড়েছে।
গত চারদিনের হিসাব সামনে আনলে দেখা যায়- এক লাখ ১৫ হাজার, এক লাখ ২৬ হাজার, এক লাখ ৩১ হাজার এবং সর্বশেষ আজ শনিবার এক লাখ ৪৫ হাজার। আসলেই করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত ভারত।
টিএম