নিহত আনন্দ বর্মণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে চতুর্থ দফা ভোট গ্রহণের দিনে ভোট দিতে গিয়ে আরও এক তরুণ নিহত হয়েছেন। নিহত ওই তরুণের নাম আনন্দ বর্মণ (১৮)। শনিবার (১০ এপ্রিল) রাজ্যটির কোচবিহারের শীতলকুচিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সদ্য কৈশোর পার করা ওই তরুণ শনিবার বিধানসভা নির্বাচনে স্থানীয় একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান। এবারই প্রথম নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন তিনি।

শনিবার সকালে পাঠানটুলি শালবাড়ির ২৮৫ নম্বর বুথে ভোট দিতে লাইনে দাঁড়ানোর পর সেখানে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে গোলমাল বাঁধে। এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে দু’পক্ষই।

হঠাৎ এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সবাই। প্রাণ বাঁচাতে লাইন ভেঙে ছুটতে শুরু করেন। সেই সময় পিছনে থাকা আনন্দের পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারা জানান, গুলি লাগার কিছুক্ষণ পরই আনন্দের মৃত্যু হয়েছে।

এদিকে মৃত আনন্দ বর্মণ ও তার পরিবারের লোকজন বিজেপি’র সমর্থক বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসেকে দায়ী করেছে আনন্দের পরিবার।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন, এই ঘটনা বিজেপি’র দলীয় কোন্দলের ফল।

টিএম