ধ্বংসস্তূপের উপর আনমনা হয়ে বসে আছেন এক ফিলিস্তিনি

গাজা উপত্যকায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা নিয়ে মন্তব্য করায় স্পেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইসরায়েল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্জেজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ইসরায়েল সফরে আসেন। সফরে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে স্প্যানিশ প্রধানমন্ত্রী গাজার হত্যাকাণ্ড নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি হামলায় যে পরিমাণ ফিলিস্তিনি নিহত হয়েছেন ‘সেটি মানা যায় না।’ এছাড়া তিনি বলেন, হামাসের হামলার জবাবে ‘কয়েক হাজার শিশুসহ নিরীহ বেসামরিক মানুষের’ মৃত্যু হতে পারে না।

স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ইসরায়েলে গিয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রীও।

স্পেনের প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। তিনি দাবি করেছেন, স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী ‘মিথ্যা তথ্য’ ছড়াচ্ছেন এবং ‘সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছেন।’ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী স্পেন ও বেলজিয়ামের রাষ্ট্রদূতদের ডেকে তীব্র নিন্দা জানানোর হুমকিও দেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছিল হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় বর্বর ও নির্বিচার বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। এতে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার প্রায় ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

স্পেনের প্রধানমন্ত্রীর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেছিলেন, গাজায় ইসরায়েলের হামলায় অনেক বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমটিআই