ইরাকের বিমানবন্দরে হামলা, নিহত ১
ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানের এরবিল শহরে মার্কিন ও তুরস্কের সেনাবাহিনীকে লক্ষ্য করে পরপর কয়েকটি হামলা হয়েছে। বুধবার মধ্যরাতের দিকে এই হামলাগুলো হয়েছে বলে জানিয়েছেন কুর্দিস্তান প্রাদেশিক সরকারের কর্মকর্তারা।
কর্মকর্তারা আরো জানিয়েছেন, হামলায় মার্কিন বাহিনীতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে তুরস্ক সেনাবাহিনীর এক সদস্য মারা গেছেন।
বিজ্ঞাপন
বুধবার মধ্যরাতের দিকে এরবিল বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন হামলার ঘটনা ঘটে। প্রায় একই সময়ে বিমানবন্দর সংলগ্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় রকেট হামলা।
এই হামলার আগে একই দিন এরবিলের পশ্চিমাঞ্চলে তুরস্কের সামরিক ঘাঁটিতে জোড়া রকেট হামলা ঘটে। হামলায় তুরস্কের এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইরাকের নিরপত্তা বাহিনীর কর্মকর্তারা।
বিজ্ঞাপন
ইরাকে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাজ করছে ন্যাটো বাহিনী। তুরস্কের সেনাসদস্যরা ন্যাটোর সদস্য হিসেবেই আছেন দেশটিতে।
এখন পর্যন্ত হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি, তবে ইরাক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান সমর্থিত মিলিশিয়ারা এই হামলা করেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করতে ইতোমধ্যে একটি কমিটিও গঠন করেছে ইরাক সরকার।
ইরাকে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় দু’টি ঘাঁটির একটি হলো এরবিল। অপরটির অবস্থান দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে।
দুই ঘাঁটিতেই এ পর্যন্ত বেশ কয়েকবার হামলা হয়েছে। এরবিলে সর্বশেষ হামলা হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সেই হামলায় এক ইরাকি ঠিকাদার নিহত হয়েছিলেন।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ