করোনাকালে ফুলে ফেঁপে উঠেছিল ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ব্যবসা। সম্প্রতি সেই সেরামেরই প্রধান আদর পুনাওয়ালা লন্ডনে একটি বাড়ি কিনলেন। 

২০২০ সালে দেশের জন্য বিপুল টিকা তৈরির আদেশ দেওয়ার পাশাপাশি, ভারতের বন্ধু দেশগুলোর জন্যও টিকা তৈরির দায়িত্ব সেরামকে দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। তাদের তৈরি কোভিশিল্ড টিকা এখনও নিচ্ছে ভারতের জনগণ। হিসাব বলছে, টিকা উৎপাদন এবং বিক্রির নিরিখে এখনও বিশ্বের এক নম্বর সংস্থা সেরাম। প্রতি বছরে তাদের ভান্ডারে আসে ১১ হাজার ১১৬ কোটি টাকা।

টিকা সাম্রাজ্যে আধিপত্য বিস্তার করে বহুদিন আগেই দেশ ছাড়িয়ে বিলেতে বিস্তার শুরু করেছে সেরাম। এ বার লন্ডনের অন্যতম বিলাসবহুল বাড়িটিও কিনে নিলেন ভারতীয় টিকা সম্রাট। বাড়ির নাম মে ফেয়ার ম্যানসন। সংবাদসংস্থা ফিনান্সিয়াল টাইমসের দেওয়া হিসাব অনুযায়ী, এই বাড়ি লন্ডনের সবচেয়ে দামি বাড়িগুলোর একটি। আরও পরিষ্কার করে বললে লন্ডনের সেরা দামি বাড়ির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মে ফেয়ার ম্যানসনের নাম।

লন্ডনের হাইড পার্কের কাছে লাল ইটের দেয়ালে নির্মিত শিল্পশৈলীর বাড়িটি বরাবরই তার সৌন্দর্যের জন্য তারিফ পেয়ে এসেছে।  বাড়িটি বরাবরই তার সৌন্দর্যের জন্য তারিফ পেয়ে এসেছে। লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটিতে ১৯২০ সালে এই বাড়ি তৈরি করেছিলেন অ্যাবারকনওয়ের দ্বিতীয় ব্যারন তথা শিল্পপতি হেনরি ম্যাকলারেন। তার পদবির সম্মানে এই বাড়ির নামকরণ করা হয় অ্যাবারকনওয়ে হাউস।

পরে সেই বাড়ি বহুবার হাতবদল হয়ে আসে পোল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যান কুলজিকের হাতে। জ্যানের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বাড়িটি পান তার কন্যা ডমিনিকা কুলজিক। আদর বাড়িটি কিনেছেন ডমিনিকার কাছ থেকেই। 

ছয়তলা উঁচু এই বাড়িতে রয়েছে ছয়টি ঘুমের ঘর, দু’টি বড় খোলা বারান্দা, অতিথিদের স্বাগত জানানোর রিসেপশন রুম, বড় বসার ঘর, খাবার ঘর, অতিথিদের থাকার ঘর, গ্রন্থাগার, সব্জিবাগান সংলগ্ন রান্নাঘর। তবে এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ এর রিসেপশন রুমটিই।

এই ঘরের ছাদ ৩৫ ফুটেরও বেশি উঁচু। তার দেওয়ালের অর্ধেক কাচের। মাটি থেকে ছাদ পর্যন্ত উঠে গেছে সেই কাচের দেয়াল। তবে শুধু স্থাপত্যশৈলী বা আয়তনেই নয়, এই বাড়ির মাহাত্ম্য লুকিয়ে আছে তার ইতিহাসেও।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু গুপ্ত বৈঠকের সাক্ষী ছিল এই বাড়ি।

বাড়িটি কিনতে ১৩ কোটি ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড খরচ করেছেন আদর। যা ভারতীয় মুদ্রায় ১৪৪০ কোটি ৮৭ লাখ টাকা। এই বাড়িটিই নিজেদের লন্ডনের ঠিকানা হিসাবে ব্যবহার করবে পুনাওয়ালা পরিবার।

যদিও আদরের পরিবারের ঘনিষ্ঠসূত্র একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বাড়ি কিনলেও এখনই ভারত ছেড়ে পাকাপাকিভাবে লন্ডনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই পুনাওয়ালা পরিবারের। আপাতত বাড়িটি সেরামের লন্ডন শাখার অতিথি নিবাস হিসাবেও ব্যবহার করা হতে পারে।

সূত্র : আনন্দবাজার

জেডএস